বিএসএফকে কঠোর হওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৪:১৩
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন। পাকিস্তান সীমান্তের সঙ্গে ঝুঁকিপূর্ণ সব পয়েন্ট বন্ধ এবং রাষ্ট্রীয় পুলিশের সঙ্গে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময় করার নির্দেশও দিয়েছেন তিনি। খবর দ্য হিন্দুর।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএসএফের সঙ্গে এক বৈঠকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি ভুলত্রুটি সংশোধন করে আরও কী কী বিষয়ে সীমান্ত রক্ষী বাহিনীকে সচেতন হতে হবে সে বিষয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অব কন্ট্রোলে অনুপ্রবেশ ঠেকাতেও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিএসএফ যেসব গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে তা রাষ্ট্রীয় পুলিশের সঙ্গে তাৎক্ষণিক বিনিময় করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে করে আন্তর্জাতিক সীমানায় অনুপ্রবেশ বন্ধ করা যায়।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এসআই)