logo ০৪ এপ্রিল ২০২৫
দুই কেজি পাটের জন্য যুবককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৯:২৭
image



ওজনে দুই কেজি পাট কম হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে লালন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।






বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারা যান লালন। তিনি দৌলতপুরের পচামাদিয়া গ্রামের তাহের মন্ডলের ছেলে।






স্থানীয়রা জানান, কৃষক লালন মঙ্গলবার বিকালে বিক্রির জন্য দুই মন পাট নিয়ে হাকিমপুর বাজারে আসেন। পাট ওজনে দুই কেজি কম হওয়ায় বাজারের কুলির সর্দার কুদ্দুসের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন কুলির সর্দার কুদ্দুস ও তার সহযোগী ইউনুস ও ভাষন মিলে লালনকে জোর করে বাজারের পাশে ফাঁকা জায়গায় নিয়ে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে রেখে তারা চলে যান।






পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় লালনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।






নিহতের ভাই কানন জানান, তারা হত্যা মামলা করতে যাচ্ছেন।






(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)