logo ০৭ এপ্রিল ২০২৫
চলছে আয়নাবাজি
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১১:৫০
image



আজ শুক্রবার ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পেলো অমিতাভ রেজা চৌধুরী সিনেমা ‘আয়নাবাজি’। সিনেমাটি প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটারস লিমিটেড।






এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা। এছাড়াও সিনেমার একটি গুরুত্বর্পূণ নারী চরিত্রে অভিনয় করেছেন ইফফাত তৃষা। সিনেমায় অন্যান্যদের মধ্যে আছেন পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বাপ্পী, হীরা চৌধুরী সহ আরও অনেকে।






সিনেমাটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আয়নাবাজি’ একটি শহরের গল্প, যে শহরে এখনও সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাঁকডাক দেয়। ছবিটি নিয়ে দর্শকের ভালো সাড়াও পাচ্ছি।






‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। এর আগে ইউটিউবে প্রকাশ পায় আয়নাবাজির ট্রেলার। ট্রেলারেই সাড়া ফেলে সিনেমাটি।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজেড)