logo ০৪ এপ্রিল ২০২৫
ভক্তকে চড় মারলেন জন
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৩:৫৪
image



ভক্তকে চড় মারলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। যদিও জনের বিরুদ্ধে এমন অভিযোগ কখনোই ওঠেনি। কেননা, তিনি সব সময় ঠান্ডা মেজাজে ভক্তদের সামলান। সেই জন আব্রাহামের বিরুদ্ধেই এ বার এক অনুরাগীকে চড় মারার অভিযোগ উঠল।






শোনা যাচ্ছে, জনের এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইলে তিনি মেজাজ হারিয়ে সেই ভক্তকে চড় মারেন। গত বৃহস্পতিবার মুম্বাইতে ‘ফোর্স ২’-এর পোস্ট ট্রেলর লঞ্চে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে জন বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। তখনই এ ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।






জানা গিয়েছে, এক ভক্ত সেলফি তোলার জন্য জনের হাত ধরে টানাটানি করছিলেন। সে সময়ই নাকি মেজাজ হারান নায়ক। সপাটে চড় মারেন ওই ভক্তকে। এমনকী উপস্থিত পাপারাৎজিদেরও হুমকি দেন কোনও ভাবেই এই ঘটনা যেন রেকর্ড না করা হয়। তবে এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজেড)