logo ০৪ এপ্রিল ২০২৫
নতুন ‘দোস্ত দুশমন’ নির্মিত হচ্ছে
শাহজালাল রোহান, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৫:৪৫
image



এক সময়ের সাড়া জাগানো চলচ্চিত্র ‘দোস্ত দুশমন’পেয়েছিল দর্শকপ্রিয়তা। সেই ছবির নাম ব্যবহার করে নতুন করে যৌথ প্রযোজনায় নতুন একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে । যার নামও‘দোস্ত দুশমন’। রিমেক এই ছবির পরিচালক বি কে আজাদ। নায়ক জয় চৌধুরী ও নায়িকা রুমানা নীড়।






শুক্রবার একটি অভিজাত হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।






পরিচালক বি কে আজাদ বলেন, ‘মূল ছবিটি নির্মিত হয়েছিল ১৯৬০-এর দশকে। তখনকার প্রেক্ষাপট ছবিটিতে উঠে এসেছিল। এখন আমরা ছবিটা ২০১৭ সালের প্রেক্ষাপটের গল্প নিয়ে তৈরি করছি।’






ছবির নায়ক জয় চৌধুরী বলেন, ‘আমি এ ধরনের ব্যবসা সফল ছবিতে অভিনয় করতে পেরে সত্যিই আনন্দিত। ছবিটির শুটিং হবে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে। আমরা এরইমধ্যে অনেক কাজই শেষ করেছি। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ।’






ছবিটিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, মিশা সওদাগর, অমিত হাসান, আশিষ বিদ্যার্থী (ভারত) প্রমুখ। ছবিটির সংগীতায়োজন করছেন বাংলাদেশের আলী আকরাম শুভ ও ভারতের বাপ্পী লাহিড়ী।






ঢাকা থেকে এ কে প্রোডাকশন ও কলকাতা থেকে জুপিটার ফিল্মস ছবিটি প্রযোজনা করবে। বাংলাদেশে ছবিটি পরিবেশনার দায়িত্ব পালন করবে কারিগর ফিল্মস। ছবির গানে কণ্ঠ দেবেন আসিফ আকবর ও এসআই টুটুল।






ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রযোজক সমিতির আহ্ববায়ক নাছির উদ্দিন দিলু, নায়ক অমিত হাসান, মিউজিক ডিরেক্টর আলী আকরাম শুভ, শিল্পী আসিফ আকবারসহ ছবিতে অভিনয় করা অধিকাংশ কলাকৌশলীরা।






ছবিটি প্রায়ত চিত্র নায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসআর/জেডএ)