২৩ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনলো সনি
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৩:৪৬
ভারতের বাজারে এলো সনি এক্সপেরিয়া সিরিজের নতুন ফোন। এটির মডেল সনি এক্সপেরিয়া এক্সজেড।
এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ২৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে।
সনি এক্সপেরিয়া এক্সজে ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।
ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন আছে। ফোনটিতে আছে কোয়াডকোর প্রসেসর। এর র্যাম ৩ জিবি।
সনির নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির ব্যাটারি ২৯০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজেড)