logo ০৪ এপ্রিল ২০২৫
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ফিটনেস ট্রেকার
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০০:৩২
image



যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জার্মিন শিশুদের জন্য একটি ফিটনেস ট্রেকার ছেড়েছে। এটি জার্মিনের ভিভোফিট জুনিয়র। 






এটি শিশুদের হাতে পরিয়ে দিলে তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যেমন, শরীরের ক্যালোরির পরিমান, রক্তচাপ, ঘুমের পরিমান ইত্যাদি অ্যাপের মাধ্যমে অভিভাবকদের ফোনে জানিয়ে দেবে।






জার্মিনের ফিটনেস ট্রেকারটি ৪ থেকে ৯ বছর বয়সী শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি শিশুদের হাটার সময় পায়ের পদক্ষেপ পরিমাপ করতে পারে।






ডিভাইসটিতে আছে মনোক্রোম ডিসপ্লে। এই ডিসপ্লে সূর্যের আলোতেও জ্বলজ্বল করে। পানিরোধী এই ফিটনেস ট্রেকারটির মূল্য ৭৯.৯৯ ডলার।






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজেড)