logo ০৪ এপ্রিল ২০২৫
সহজেই ইউটিউব থেকে ডাউনলোড করুন ভিডিও
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫২:২০
image



ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা বেশ ঝক্কি-ঝামেলার কাজ। এজন্য বিশেষ সফটওয়্যারের প্রয়োজন হয়। কিন্তু সফটওয়্যার ছাড়াই খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। 






এই সহজ পদ্ধতিটা হলো  ইউটিউব লিঙ্ক এডিট করা। এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, শুধুমাত্র ইউটিউব লিংকটাতে WWW. এর পর দুইটা এস (SS) লিখে দিতে হবে। এরপর এন্টার দিলে একটা পেজ ওপেন হবে, ঐ পেজ এ ভিডিও টার একটা পিকচার শো করবে এবং পাশে ডাউনলোড লেখা থাকবে। download এ প্রেস করে ডাউনলোড করলে কাজ শেষ। ডাউনলোড হয়ে যাবে ভিডিও। 






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এজেড)