logo ০৪ এপ্রিল ২০২৫
তিনি আমাদের প্রধানমন্ত্রী: দুদু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৬:৩১
image



নতুন নির্বাচন কমিশন গঠন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলকে সঙ্গে নিয়ে আলোচনার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ কথা বলেন।






১৬ দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি ফিরে আসার কথা উল্লেখ করে দুদু বলেন, ‘যেভাবেই ক্ষমতায় আসুক না কেন তিনি (শেখ হাসিনা) আমাদের প্রধানমন্ত্রী। গণতন্ত্রের জন্য কাজ করার সুযোগ রয়েছে তার।’






শুক্রবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘স্বাধীন নিবাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শীষক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান এ কথা বলেন।






গণতন্ত্রে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব মন্তব্য করে দুদু বলেন, ‘সরকারকে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে কেন?’ তিনি বলেন, ‘একটা জাতি গণতন্ত্রের জন্য কত রক্ত দেবে? সেজন্য আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে সেই বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।’






দুদু বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দল ও সরকারের পক্ষ থেকে নানা কথাবার্তা বলা হচ্ছে। আগামীতে একটি স্বাধীন নিবাচন কমিশন দেখতে চাই। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সরকারের মনোভাবও দেখতে চাই, তারা কতটুকু গণতান্ত্রিক।’






বর্তমান সরকার নির্বাচনের নামে ২০১৪ সালে তামাশা করেছিল উল্লেখ করে দুদু বলেছেন, ‘এ কলঙ্ক থেকে জাতিকে মুক্তি দিতে একটি স্বাধীন নিবাচন কমিশন গঠন করে সুষ্ঠ নিবাচন দিতে হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই জনগণ যেন সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পাবে।’






(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জিএম/ডব্লিউবি)