ঢাকা: ‘কবিতা মৈত্রীর কবিতা শান্তির্- এই স্লোগান নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হচ্ছে ৩০তম জাতীয় কবিতা উৎসব।
সকাল ১০টায় দুই দিনের এই উৎসবের উদ্বোধন করবেন সৈব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতীয় কবিতা পরিষদ।
পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি সোমবার উৎসব শুরু হবে, শেষ হবে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার। বাংলাদেশ ছাড়াও ভারত, সুইডেন, নরওয়ে, স্লোভাকিয়া, মরক্কো, তাইওয়ান ও নেপালের বিশিষ্ট কবিরা উৎসবে যোগ দেবেন। উৎসবে থাকবে কবিতাপাঠ, প্রবন্ধ উপস্থাপন ও কবিতা থেকে গান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উৎসবের আহ্বায়ক কবি রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি কাজী রোজী এমপি, কবি ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি নাসির আহমেদ, কবি আসলাম সানী, কবি আমিনুর রহমান সুলতান প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/মোআ)