‘কোথায় বেড়াতে যাবো, কোথায় গেলে ভালো হয়; দেশে না বিদেশে, পাহাড় নাকি সমুদ্রে এসব নিয়ে বেশ চিন্তায় ছিলাম। কিন্তু মেলায় এসে সব প্রশ্নের জবাব পেলাম। এক ছাদের নিচে ভ্রমণের সব আয়োজন পাওয়ায় খুবই ভালো লাগছে। এরকম আয়োজন নিয়মিত করা উচিত।’-এভাবেই ঢাকাটাইমসকে জানালেন ট্যুরিজম ফেয়ার সম্পর্কে রাজধানীর ধামন্ডি থেকে পরিবারের নিয়ে আসা জোবায়ের আহমেদ।
রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘৫ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ এর দ্বিতীয় দিন ছিল শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন থাকায় মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল উপচেপড়া। শনিবার মেলার শেষ দিন। সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা।
মেলায় প্রবেশে থাকছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্যে পঞ্চাশ শতাংশ ছাড়। এছাড়া র্যাফেল ড্রতে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-ইয়াংগুন-ঢাকা এয়ার টিকেটসহ আকর্ষণীয় উপহার। প্রবেশ ফি ২০ টাকা।
এ বছর মেলায় একশরও বেশি স্টল রয়েছে। এর মধ্যে রযেছে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিকপার্ক ও বিনোদন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো মেলা উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল বা প্যাকে বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
মেলার আহ্বায়ক মহিউদ্দিন হেলাল ঢাকাটাইমসকে বলেন, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন সহোযোগিতায় পঞ্চমবারের মতো এ মেলা আয়োজন হচ্ছে। আগামী বছর একই সময়ে আরও বড় পরিসরে আয়োজন করবো ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ এর।