যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার পারভীন হোসেনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর গুলশানস্থ নিজ বাসায় ঘরোয়া আয়োজনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘পিএইচ ডিজাইন স্টুডিও’ শিরোনামের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ কণা আলম, ফারনাজ, ফ্যাশন ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ।
আন্তর্জাতিক এলিগ্যান্ট ফ্যাশন ট্রেন্ড নিয়ে কাজ করেন পারভীন হোসেন। ফ্রেঞ্চ, পিওর শিপনসহ আন্তর্জাতিক নতুন ট্রেন্ডের সব কাপড় নিয়েও কাজ করেন। মসলিন, জামদানিসহ দেশীয় ঐতিহ্যবাহী কাপড় নিয়ে কাজ করার চিন্তা রয়েছে তার।
২০১১ সাল থেকে পারভীন হোসেন ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত হোন।
গত বছরও বাংলাদেশে তার ডিজাইন করা পোশাক প্রদর্শনী করেন।
পারভীন হোসেন বলেন, ‘পোশাক ডিজাইন করে ঢাকায় আমার লাভ করার ইচ্ছে আমার নেই। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের পোশাক এখানে প্রদর্শনী করে সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু কাজ করতে চাই। পোশাক বিক্রি কর যে টাকা পাবো তার লাভের অংশ দিয়ে অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণে ব্যয় করবো।’
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেডএ)