তিমিকে মাছ বলা যায় না। বলা যায় না হাঙরকেও। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মাছ কোনটা? উত্তর বলতে গেলে মাথা চুলকাতে হয়? আসলেই তাই, নিত্যদিনের কর্মযজ্ঞে খেই হারিয়ে এই প্রশ্নটা মাথায়ই আসে না। তবে আশা করি আজকের পর থেকে পাঠকদের আর মাথার চুল ছেঁড়ার দরকার হবে না। কারণ আজকে আমরা দুনিয়ার সবচেয়ে বড় মাছের গল্প শোনাব।
২০ মিটার লম্বা আর ওজনে প্রায় উনিশ টন। সবচেয়ে বড় মাছ হওয়ার জন্য আর কী চাই! সম্প্রতি কাতারের গবেষকরা এই মাপের এক মাছের কথা নিশ্চিত করেছেন। দুনিয়ার সবচেয়ে বড় এই মাছটার নামও অদ্ভুত। হাঙর-তিসি (whale sharks)। কাতারের জীববিজ্ঞানীরা সম্প্রতি গালফ উপসাগরে হোয়েল শার্কের শরিরে স্যাটেলাইট লাগিয়ে এই গবেষণা চালিয়েছেন। এর আগে হোয়েল শার্ক নিয়ে কখনোই ঐভাবে গবেষণা হয়নি। তাই এতোদিন এই মাছ সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানত না।