চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্র তানজির আহমেদ (১৩) অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। তবে অপহৃত শিশুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার রাতে উপজেলার খাসবাগুন্দা ও ঝিনাইদহের লাউদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন, আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে খাইরুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের বিশারত আলীর ছেলে আলমগীর হোসেন।
পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের সামরুল মন্ডলের ছেলে ৮ম শ্রেণির ছাত্র তানজির আহমেদকে বাড়ির পাশ থেকে গত ২২ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের সাতদিন পর মোবাইল ফোনে অপহৃত পরিবারের কাছে মুক্তিপণ দাবি তারা।
বিষয়টি অপহৃত পরিবার পুলিশকে অবহিত করলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করে।
চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ ঢাকাটাইমসকে বলেন, বিষয়টি জানার পর শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে শুক্রবার রাতে খাসবাগুন্দা গ্রাম থেকে খাইরুল ইসলামকে ও ঝিনাইদহের লাউদিয়া গ্রাম থেকে আলমগীরকে আটক করা হয়।
আটকের পর তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার ও অপহরণ চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান চলছে বলে জানান ছুফী উল্লাহ।