‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবসমাজকে কাজে লাগাতে হবে’
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৮:৪০
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবসমাজকে কাজে লাগাতে হবে’
কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব আজ সন্ত্রাস ও জঙ্গিবাদসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। উন্নয়ন, অগ্রগতি এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই সমস্যায় জর্জরিত সমাজ, রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। যুব সমাজ আজ সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিদ্যমান বৈশ্বিক সভ্যতার সংকটে আটকা পড়ে আছে।
শুক্রবার সকালে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনটি বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক আরফানুল হক রিফাত।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে আমাদের এখনই সময়। এ সঠিক সময়কে কাজে লাগাতে যুবদেরকে এগিয়ে আসতে হবে। আর এই যুবসমাজ এগিয়ে এলে ২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশে রূপান্তর করতে সক্ষম হবো।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বিশ্বের বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানীরা আমাদেরকে ভেটো দিয়ে বলেছেন বাংলাদেশ নাকি তলাবিহীন ঝুঁড়ি। কিন্তু আজ নিম্ন মধ্যআয়ের বাংলাদেশ ২০২১ সালের মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ নলেজ দেশে পরিণত হতে যাচ্ছে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন বিশিষ্ট আইটি ব্যক্তিত্ব মোস্তফা জাব্বার, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমাম হোসাইন। অনুষ্ঠান শেষে সমাজের বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় সাদা মনের মানুষ পলান সরকারসহ আটজনকে সম্মাননা দেয়া হয়।