শেখ হাসিনার নোবেল চেয়ে রংপুরে সংগ্রহ হচ্ছে স্বাক্ষর
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৪:২৯
শেখ হাসিনার নোবেল চেয়ে রংপুরে সংগ্রহ হচ্ছে স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
রক্তপাত ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত ১৬২টি ছিটমহল বিনিময় করে অর্ধলক্ষাধিক মানুষকে স্থায়ী স্বাধীনতা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি এবং সন্ত্রাস-জঙ্গি দমন, শিশু মৃত্যু হার কমানো, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার বাড়ানো, উন্নয়ন সূচকে এগিয়ে নেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এ লক্ষ্যে রংপুর বিভাগের ৫০ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে নরওয়ের অসলোয় নোবেল কমিটিতে পাঠানো হবে। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের পক্ষ থেকে শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে।
সংগঠনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে রংপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ আয়োজিত মিলনমেলায় এই ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী।
রংপুর প্রেসক্লাবের ৪র্থ তলায় রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলীর সভাপত্বিতে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রংপুরের প্রবীণ রাজনৈতিক সৈয়দ নূর আহমেদ টুলু, কথাসাহিত্যিক অ্যাডভোকেট এম এ বাসার টিপু, মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম বসুনিয়া, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি শিক্ষাবিদ বনমালী পাল, বিশিষ্ট ছড়াকার ও সংস্কৃতিকর্মী আশাফা সেলিম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান সোহেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, পরিষদ উপদেষ্টা ও মাছরাঙা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার রফিক সরকার, চ্যানেল আইয়ের স্টাফ রিপোটার মেরিনা লাভলী, মেট্রোপলিটিন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেয়ার অনুরোধপত্রে রংপুর বিভাগের ৫০ হাজার মানুষের স্বাক্ষর গ্রহণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহযোগী, অঙ্গ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করবে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ।
অনুষ্ঠানে বর্তমান জোট সরকারের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহযোগী, অঙ্গ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগকে স্বাগত জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দিলে নোবেল কমিটি পৃথিবীতে আরও সমাদৃত হবে বলেও মনে করেন তারা।
অনুষ্ঠানে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী পরিষদের ৩৬ দফা দাবি তুলে ধরেন।