প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৯:০৯আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৭:৪৪
ময়মনসিংহে সড়কে প্রাণ গেল পাঁচজনের
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কাছে এলে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আট জনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক আরো দুই জনকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় আরও তিন জনকে সন্ধ্যা ৭ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুই জনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. আক্তারুজ্জামান বলেন, ‘ধানবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই পুরুষ। তবে তাদের পরিচয় পাওয়া যায় নি। পিকআপ ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।