লোহার রড চুরির অভিযোগে বাগেরহাটের মংলায় শিশুকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুকুর আলী সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকালে মংলা পৌরসভার আব্দুল হাই সড়কের পুরাতন লোহার রড ব্যবসায়ী আবুল হোসেন ও তার সহযোগী শুকুর আলী সরদার রড চুরির অভিযোগে শিশু শাকিলকে মারপিট করে বেঁধে রাখে। এ ঘটনায় সন্ধ্যায় শাকিলের নানী কোহিনুর বেগম বাদী হয়ে আবুল হোসেন ও তার সহযোগী শুকুর আলী সরদারের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়া শুকুর আলী সরদার বালুরমাঠ এলাকার কাদের সরদারের ছেলে।
শাকিল ব্যাপারী মংলা বালুরমাঠ এলাকার দিনমজুর শামীম ব্যাপারীর ছেলে ও মংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর ইলাহি সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, ‘ রড় চুরির অভিযোগে শিশু শাকিলকে মারধর করে দোকানের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখেন আবুল হোসেন ও শুকুর সরদার । পরে শাকিলের পরিবার ও স্থানীয় লোকজন পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ সেখানে গিয়ে শাকিলকে উদ্ধার করে এবং শুকুর সরদারকে গ্রেপ্তার করে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় শাকিলের নানী বাদী হয়ে একটি মামলা করেছেন। আবুল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’