logo ২০ মে ২০২৫
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ
ইসলাম ডেস্ক, ঢাকা টাইমস
০৩ অক্টোবর, ২০১৩ ২২:১৫:২৯
image


ঢাকা: কত ধরনের নামই না পরিচিতি পাচ্ছে বিশ্বব্যাপী। অনেকে প্রিয় কোন বিজ্ঞানী কিংবা কবি লেখকদের নামে সন্তানের নাম রাখেন। সেক্সপিয়ার থেকে শুরু করে সাদ্দাম হোসেন, সন্তানের নাম রাখতে এদেরকে পছন্দ করেন অনেক অভিভাবক। কেউ কেই আবার নিজের দাদা বা পরদাদার নামের সঙ্গে মিল রেখেও নিজের সন্তানের নাম রাখেন।



অনেকে আবার রূপালি পর্দার কোন চলচ্চিত্র দেখে সেই নায়ক বা নায়িকার নাম পছন্দ করে রাখেন সন্তানের জন্য। আবার কেউ দেব দেবির নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখেন। কিন্তু জানেন কি তারপরেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর প্রথম অংশ। অর্থাৎ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ।

 



(ঢাকাটাইমস/৩অক্টোবর/ইসলাম/এসএ/১৭.২৯ঘ)