logo ১৯ মে ২০২৫
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইস
১৪ অক্টোবর, ২০১৩ ০০:৫১:৫৮
image


ঢাকা: পবিত্র হজ শুরু হচ্ছে আজ সোমবার। এ উপলক্ষে মিনায় অবস্থান করছেন হাজিরা। শনিবার তাঁরা মক্কা থেকে মিনায় পৌঁছান। কেউ গেছেন গাড়িতে চড়ে, কেউ হেঁটে। হজের অংশ হিসেবে তাঁরা পাঁচ দিন মিনায় অবস্থান করবেন। মিনা থেকে তাঁরা সোমবার ভোরে পৌঁছাবেন হজের মূল অনুষ্ঠানস্থল আরাফাতের ময়দানে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২২ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করছেন।

 

আজ ৯ জিলহজ (বাংলাদেশে ৮ জিলহজ) ফজরের নামাজের সময় থেকে সন্ধ্যা পর্যন্ত হাজিরা থাকবেন আরাফাতের ময়দানে। হজের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে এখানেই। ওই দিন রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন হাজিরা। পরদিন ভোরে সেখান থেকে আবার মিনায়। মিনা, আরাফাত ও মুজদালিফায় হাজিদের যাতায়াতের সুবিধার্থে আরাফাত থেকে মিনা পর্যন্ত রয়েছে মনোরেল-সেবা। প্রায় ১৮ কিলোমিটার দূরত্বের এ পথে রয়েছে ৯টি স্টেশন। ২৫০ সৌদি রিয়ালে মুয়াল্লিমের অফিস থেকে টিকিট কিনে পুরো হজের পাঁচ দিন প্রয়োজন মাফিক যাতায়াত করা যাবে।

 

হজের সময় মিনার সব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায়  যাঁরা বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল তাঁরা অসুবিধায় পড়েন। কারণ তাঁদের দীর্ঘ পথ হাঁটতে হয়। হাঁটার সময় কেউ কেউ পথও হারিয়ে ফেলেন। এ ছাড়া তাঁবুগুলোতে  আরবিতে এক রকম  নম্বর যুক্ত থাকায় অনেকেই নিজ তাঁবু চিনতে সমস্যায় পড়েন বলে জানা গেছে।

 

 

(ঢাকাটাইমস/ ১৪অক্টোবর/ এমএম/ ১২.৩০ঘ.)