ঢাকা: জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদুল আজহা উদযাপিত হবে ১৫ অক্টোবর। আর এর আগের দিন, অর্থাৎ ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজ। এদিন সারা বিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন।
সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে আল অ্যারাবিয়া অনলাইন জানায়, শনিবার সেখানে চাঁদ দেখা গেছে। সেই হিসাবে ১০ জিলহজ, অর্থাৎ ১৫ অক্টোবর সেখানে কোরবানির ঈদ হবে।
বাংলাদেশে কবে কোরবানির ঈদ উদযাপিত হবে তা নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ জিলহজের চাঁদ দেখা গেলে ১৬ অক্টোবর এবং না দেখা গেলে এর পরদিন ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।
(ঢাকাটাইমস/৬অক্টোবর/ইসলাম/এসএ/১৭.১৭ঘ)