logo ২০ মে ২০২৫
হজ্বের ঐতিহাসিক গুরুত্ব
ইসলাম প্রতিবেদক, ঢাকা টাইমস
০৪ অক্টোবর, ২০১৩ ১৫:২৬:৪৬
image


ঢাকা: ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের অন্যতম রোকন হজ্ব। মূলত ইসলামের পূর্ব থেকেই কাবাঘর জিয়ারত ও হজ্ব আদায়ের প্রচলন ছিল। তাই হজ্বের একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। সর্বপ্রথম নবী হজরত আদম (আ.) আল্লাহর আদেশে কাবাঘর পুনঃনির্মাণ করেন এবং বাইতুল্লাহ শরিফের হজ্ব আদায় করেন।

 

 

এভাবে শত শত বছর অতিবাহিত হলেও আল্লাহর বান্দারা মহাকল্যাণময় কাবাঘর জিয়ারত করতো, যা বিশ্বমানবের সৎপথ প্রদর্শনের অগ্রপথিক ও দিশারী, তথায় সমবেত হয়ে সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিত এবং আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা করতো। দিন দিন একত্ববাদের সংখ্যা বাড়তে থাকলো।

 

এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, 'নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ (কাবাঘর) প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত, এটা বরকতময় ও বিশ্বজগতের দিশারী। এতে রয়েছে মাকামে ইবরাহীমের প্রকৃষ্ট নিদর্শন। যে এর ভেতরে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরে হজ্ব করা তার অবশ্যকর্তব্য' (সূরা আলে ইমরান, আয়াত: ৯৬-৯৭)। হজরত নূহ (আ.)-এর যুগের মহাপ্লাবনে কাবা শরিফ ধসে যায়।

 

আল্লাহর হুকুমে বাইতুল্লাহর স্থান ঠিক করে দেওয়া হলে হজরত ইবরাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাঈল (আ.) কে সাথে নিয়ে কাবাগৃহের পুনঃনির্মাণ কাজ সম্পন্ন করে আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করেন, 'হে আমার প্রতিপালক! আমাদের উভয়কে আজ্ঞাবহ কর, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। হে আল্লাহ! তুমি আমাদের এ কাজটি কবুল কর।' আল্লাহ তাআলা হজরত ইবরাহীম (আ.)-এর দোয়া কবুল করে নির্দেশ দিলেন, 'হে ইবরাহিম! তুমি মানবজাতিকে হজ্বের জন্য আহ্বান কর। আমার বান্দারা আমার প্রেম ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এখানে হজ্ব করতে আসবে। তাদের সব আশা-আকাঙ্ক্ষা ও মনের সদিচ্ছা পূর্ণ হবে এবং সব অপরাধ ক্ষমাপ্রাপ্ত হবে।

 

' হজরত ইবরাহীম (আ.) বললেন, 'হে আল্লাহ! সারাবিশ্বের মানুষ কি আমার ঘোষণা শুনবে?' আল্লাহ পাক বলেন, 'হে ইবরাহীম! তুমি ঘোষণা কর আর তা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।' ইতিহাস সাক্ষ্য দেয় যে, আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে হজরত ইবরাহীম (আ.) কাবাঘর পুনঃনির্মাণ সমাপ্ত করে দুনিয়াবাসীর উদ্দেশ্যে হজ্বের আহবান করেছিলেন।

 

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/ইসলাম/এজেড/১৫.১৯ঘ.)