logo ১৯ মে ২০২৫
বিস্কুটের ভিতরে আল্লাহু!
ইসলাম ডেস্ক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৩ ২১:৩৯:০১
image


ঢাকা: সর্বশক্তিমান আল্লাহর মহিমা বলে শেষ করা যাবে না। কখনো গাছের গায়ে কখনোবা মাংসর ভিতরে দেখা গেছে আল্লাহর নাম। এবার একটি চকলেট বিস্কুটের ভেতর আল্লাহ লেখা শব্দটি পেয়েছে এক স্কুল ছাত্র। সাত বছরের ইমরান আব্দুর রহমান তার ক্যাডব্যারি চকলেট বিস্কুটের ভেতর আরবী হরফে আল্লাহ লেখাটি আবিষ্কার করে। ইংল্যান্ডের ম্যানচেষ্টার শহরে এই ঘটনাটি ঘটেছে।





বিস্কুটের ভিতরে আল্লাহ লেখা দেখে ইমরান দৌঁড়ে চলে যায় বাবার কাছে। তার বাবা মোহাম্মদও বিষয়টি দেখেন। এর আগে মোহাম্মদ নিজেও ১৯৯৭ একটি টমেটোর ভেতর আল্লাহ লেখা পেয়েছিলেন।





(ঢাকাটাইমস/২নভেম্বর/ইসলাম/এসএ/ঘ.)