logo ০৫ জুলাই ২০২৫
ছেলেদের অর্ন্তবাস!
ঢাকা টাইমস, ফিচার ডেস্ক
১৪ নভেম্বর, ২০১৩ ১৮:২১:২০
image

ঢাকা: মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্যও তৈরি হয়েছে অর্ন্তবাস। সম্প্রতি জাপানের একটি অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান বিক্রি করছে ছেলেদের এই অর্ন্তবাস। ‘ক্রস ড্রেসিং’ ছেলেরা কিনছে এইসব বক্ষবন্ধনী।


রাকুতেন নামের এক অনলাইন বিক্রয় কেন্দ্র দু’সপ্তাহ আগে চালু করে এই বক্ষবন্ধনী। এরই মধ্যে ৩০০টি ছেলেদের বক্ষবন্ধনী বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি বক্ষবন্ধনীর মূল্য ৩০ ডলার করে।


তবে বিক্রেতা প্রতিষ্ঠানের এক নারী বলেন, ‘আমরা শুরুতেই আশ্চর্যই হয়েছি। ছেলেরা বক্ষবন্ধনীর প্রতি আগ্রহ দেখাচ্ছে দেখে উৎপাদন আগের চেয়ে বেশি করতে হচ্ছে। তবে এখন বিক্রি দেখে মনে হচ্ছে কারো কারো এটার প্রয়োজন রয়েছে।’


কয়েকবছর আগেও মানুষের কল্পনার বাইরে ছিল ছেলেদের অর্ন্তবাস। এখন যেভাবে এর বিক্রি বাড়ছে দিন দিন জনপ্রিয় হতেও বাকি নেই আর।


(ঢাকাটাইমস/১৪নভেম্বর/ফিচার/এসএ)