logo ০৪ জুলাই ২০২৫
পেঁয়াজের ঝাঁজ কমাবে পদ্মার চরাঞ্চল
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ নভেম্বর, ২০১৩ ১২:০৯:৪৬
image

রাজশাহী: কিছুদিন আগেও পেঁয়াজের ঝাঁজ ছিল অনেক বেশি। দিনে দিনে যেন বেড়েই চলছিল দাম। একদিকে হরতাল-অবরোধের প্রভাব আর অন্যদিকে ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধ। এতেই হাফিয়ে উঠেছিলেন দেশের সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা পেঁয়াজের ঝাঁজে একভাবে ছিলেন অতিষ্ঠ।


এমন অস্বস্তির মধ্যে স্বস্তির বাতাস ছড়াচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চল। এখানে বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের। এ বছর আগাম চাষেও সফল পেঁয়াজ চাষীরা। একদিকে বাম্পার ফলন অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী বাজার। সব মিলিয়ে স্বস্তিতে চাষীরা।


গত কয়েক বছরের লোকসানে একরকম আশা ছেড়ে দিয়েছিলেন তারা। এবছরও পেঁয়াজের ফলন আর বাজার নিয়ে অনেকটা আতঙ্কিত ছিল তাদের মন।কিন্তু এবার বাজার মূল্য ভাল হওয়ায় তারা সবাই আর্থিক ভাবে লাভবান হবেন- এমনটা ভেবেই ঠোটের কোণে দেখা যাচ্ছে হাঁসির ঝলক। শুধু কৃষকরা নয় এমন বাম্পার ফলনে চরাঞ্চলের কৃষাণীদের মধ্যে বইছে আনন্দের হাওয়া।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দুই হাজার হেক্টর। যা অতিক্রম করে চাষাবাদ হয়েছে আড়াই হাজার হেক্টর। এরমধ্যে অর্ধেকের বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে। সে মোতাবেক চরবাসীদের অনেকে আগাম পেঁয়াজের চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।


তথ্য মতে, বাঘার চরাঞ্চলের পেঁয়াজের গুণগতমান ভাল। এ কারণে এখান থেকে বাস এবং ট্রাকে করে পেঁয়াজ চালান দেয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে।


চরাঞ্চলের কৃষক বাবলু দেওয়ান জানান, তিনি গত বছর ১০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবার ১৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন।


একই এলাকার খোয়াজ শিকদার জানান, তিনি এ বছর আড়াই লক্ষ টাকা খরচ করে ১০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন।বাম্পার ফলন হওয়ায় এবার আর লোকসানের কোন ভয় নেই।


(ঢাকাটাইমস/২১ নভেম্বর/প্রতিনিধি/ এসকে/ঘ.)