logo ০৪ জুলাই ২০২৫
নরকের দরজা!
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
২১ নভেম্বর, ২০১৩ ২১:৪৮:০৬
image


ঢাকা: নরকের কথা অনেকই শুনেছেন কিন্তু জীবিত অবস্থায় কেউ নরক দেখার কথা চিন্তাও করতে পারেন না। তবে আপনি কি জানেন পৃথিবীতেও রয়েছে একটি নরক।

হ্যাঁ পাঠক আপনাকে বিভ্রান্ত করছি না। নরকটি চাইলে আপনি দেখতেও পারেন। তবে দেখতে হলে আপনাকে যেতে হবে তুর্কেমেনিস্তানে। সেখানকার ডিওয়াজ নামের একটি গ্রামে রয়েছে ২৩০ ফুট দৈর্ঘ্য চওড়া একটি বিশাল গর্ত। সেখানেই দোজখের আগুনের মত আগুন জ্বলছে দিনরাত।

সেই ১৯৭০ সাল থেকে শুরু। এখনো একইভাবে জ্বলছে এই আগুন। বৃষ্টিতেও নিভছে না আগুন। তাই এটার নাম দেয়া হয়েছে ‘ডোর অব হেল’ অর্থাৎ নরকের দরজা। তবে অনেকেই জানতে চান দোজখের এই আগুনের উৎস কি? সেটাও জানা গেছে। সোভিয়েতের বিজ্ঞানীরা বলছেন, এই গর্তে রয়েছে প্রচুর পরিমানে প্রাকৃতিক গ্যাস। গ্যাস মজুদে অবশ্য তুর্কেমেনিস্থানের অবস্থান বিশ্বে পঞ্চম। তাই হয়তো এত গ্যাস পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন নয় তারা।

নরকের দরজা দেখতে প্রতিবছর কয়েকশ পর্যটক ভিড় জমায় তুর্কেমেনিস্থানের এই অখ্যাত গ্রামে। ২০১০ সালে তুর্কেমেনিস্থানের প্রেসিডেন্ট গর্তটিকে ভরাটের কথাও বলেন। এখন দেখা যাক নরকের এই দরজা বন্ধ হয় কবে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/ফিচার/এসএ)