logo ০৫ জুলাই ২০২৫
ভয়ঙ্কর হিপোপটেমাসের অজানা কথা
ঢাকাটাইমস ডেস্ক
১৮ নভেম্বর, ২০১৩ ০৮:০৫:২৩
image

ঢাকা: আফ্রিকার সবচেয়ে ভয়াবহ জন্তুটির নাম হিপোপটেমাস। সিংহ, কুমির অথবা সাপের কামড়ে সেখানে বছরে যত লোক মারা যায় তার চেয়ে অনেক বেশি লোক মারা যায় হিপোর আঘাতে।


পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব ওসাইন বোল্ট ঘণ্টায় ৩০ মাইল বেগে দৌঁড়তে পারেন, কিন্তু হিপোপটেমাস তারচেয়ে অনেক বেশি বেগে ছুটতে পারে। আফ্রিকায় একটি খ্যাপা হিপোর আঘাতে ৪শ’রও বেশি লোক নিহত হয়েছে। একটি হিপোর ওজন হতে পারে ৯০০০ পাউন্ড। তাদের গালের দাঁত ব্লেডের চেয়ে ধারাল। হিপো প্রধাণত ঘাস খায়।


মানুষ ধরে খাওয়ার কোনো অভিজ্ঞতা এদের নেই। তবে কোনো কারণে একবার যদি তারা খেপে যায় তাহলে কামড়ে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। হিপোরা যখন ভূমিতে বিচরণ করে অধিকাংশ আক্রমণ তখনই করে থাকে। যখন তারা পানিতে থাকে তখন যদি কেউ নৌকা নিয়ে তাদের মাথার উপর দিয়ে চলতে থাকে তখনই দেখা দেয় বিপত্তি। অবস্থা বুঝে নৌকার মাঝি দ্রুত পালিয়ে যেতে পারলেও নৌকায় থাকা যাত্রীরা পড়ে বিপদে।


 


(ঢাকাটাইমস/ ১৮ নভেম্বর/ এসকে/ঘ.)