logo ০৪ জুলাই ২০২৫
শীতে ওম পেতে
আফরিন জাহান
১৬ নভেম্বর, ২০১৩ ১৮:৫২:২৩
image

ঢাকা: আসি আসি করছে শীত। শীতের আগিমনী বার্তা দিন দিন কড়া নাড়ছে দরজায়। যদিও এখনই ভোররাতের দিকে একটু একটু শীত অনুভূত হচ্ছে। তাই শীত আসার আগেই আমাদের হতে হবে সর্তক । শীতের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের যেসব বিষয়ের দিকে নজর দিতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হলো : আগের বছরে ব্যবহৃত শীতের পোশাক-আশাকের যথাযথ যত্ন




আগের বছরে ব্যবহৃত শীতের পোশাক-আশাকের যথাযথ যত্ন:


শীত বিদায় নেয়ার সঙ্গে সঙ্গে আমরা শীতের ব্যবহৃত পোশাক যত্ন করে রেখে দিয়েছি। এখন শীত আসছে, সেগুলো ব্যবহারের সময় এসে গেছে। ফলে সেগুলোর যথাযখ যত্ন এখনই নিতে হবে। সেক্ষেত্রে যেসব বিষয়ের দিকে নজর দিতে হবে তা হলো-


১. সোয়েটার, শাল, জ্যাকেট আলমারি থেকে বের করে রোদে দিতে হবে। অনেক দিন ব্যবহার না করলে পোশাকে ভাপসা গন্ধ হয়, রোদে দিলে তা দূর হয়। তারপরেও গন্ধ এড়ানোর জন্য ন্যাপথলিন ব্যবহার করতে পারেন।


২. লেপ, তোশক, কম্বল, চাদর ইত্যাদিও রোদে দিতে হবে। রোদ থেকে তোলার পর তা ঝেড়ে ঘরে রাখতে হবে। আর ধুলাবালি থেকে রক্ষা পাবার জন্য এসবের ওপর কাপড়ের কভার ব্যবহার করা সবচেয়ে ভালো।


৩. উল, ফ্লানেলের জিনিসও রোদে দেয়া উচিত। কারণ, তুলে রাখা কাপড়ে অনেক সময় ফাঙ্গাস পড়ে। এতে শরীরে রোগ বালাইয়ের সৃষ্টি হতে পারে।




৪. সোফার কভার, পর্দা শীতের আগেই একবার ধুয়ে ফেলা উচিত। তা ছাড়া শীতকালে পর্দা বেশি নোংরা হয়, তাই প্রতিদিন পর্দা ঝাড়া উচিত।


ইতোমধ্যে শীতের নতুন পোশাক বাজারে এসেছে এবং কমবেশি কেনাবেচা শুরু হয়েছে। যারা এখনও শীতের নতুন পোশাক সংগ্রহ করেননি, পুরো শীত আসার আগেই তা খুব দ্রুত সংগ্রহ করা উচিত। কেননা শীত আসার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে যাবার সম্ভাবনা থাকে।  


আরো কিছু বিষয়ে নজর দিন


শরীরের যত্ন: পোশাকের পাশাপাশি শরীরের যত্ন নেয়া শীতের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় শরীরের যত্ন নিতে একটু গাফেলতি করলেই হাত, পা এবং শরীরের যে কোনও অংশ ফেটে যাওয়াসহ ঠাণ্ডা, সর্দিকাশি এবং অন্যান্য রোগবালাই বাসা বাধতে পারে। সেক্ষেত্রে যেসব বিষয়ের দিকে নজর দিতে হবে ।ভ্যাসলিন, লিপগার্ড, বডিলোশন, গ্লিসারিন বা মুখে মাখার ডে ক্রিম সঙ্গে রাখা যেতে পারে। এতে অল্প সময়ের মধ্যে ত্বকের যত্ন নেয়ার সুযোগ থাকে।


(ঢাকাটাইমস/১৬নভেম্বর/ফিচার/এসএ)