কলকাতা: আজ থেকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে শুরু হল তিন দিন ব্যাপী আর্ট ক্যাম্প। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় এই আর্ট ক্যাম্প চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা চিত্রশিল্পীরা অংশগ্রহণ করছেন। কাইয়ুম চৌধুরী ছাড়াও বাংলাদেশ থেক আসা শিল্পীদের মধ্যে রয়েছেন কালিদাস কর্মকার, রফিকুন্নবী, মনিরুল ইসলাম, তাহেরা চৌধুরী এবং ফরিদা জামান।
অন্যদিকে এপার বাংলার শিল্পীদের মধ্যে রয়েছে সুনীল দাস, শেখর রায়, চন্দা হোড়, ধীরাজ চৌধুরীর মতো বিশিষ্ট শিল্পীরা।
বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী এই ক্যাম্পের উদ্বোধন করেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম এ সময় বক্তব্য রাখেন। তিনি বলে এ আর্ট ক্যাম্পের মাধ্যমে দুই দেশের শিল্পীদের মধ্যে যেমন সম্প্রীতির সম্পর্ক গড়ে উঠবে, তেমনি দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনও দৃঢ় হবে।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এমএস/জেডএ)