ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র নিউজ রুম এডিটর ও শিফট ইনচার্জ ওবায়দুল্লাহ খান সনি (৩২) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। রবিবার গভীর রাতে রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত সনির ছোট ভাই হেদায়েত উল্লাহ খান বাবু জানান, রবিবার রাতপৌনে দুইটার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে সহকর্মী জাহাঙ্গীর আলমকে নিয়ে অফিস থেকে বাসার উদ্দেশে রিকশায় রওয়ানা হন সনি।
মালিবাগ মোড়ে সহকর্মীকে নামিয়ে দিয়ে চৌধুরীপাড়ায় বাসার দিকে যাচ্ছিলেন তিনি। মালিবাগ সুপার মার্কেটের কাছে ৩-৪ জন দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে। সনি তাদের দেখে রিকশা থেকে নামামাত্র তাকে পিঠে ও হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর দুটি মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপার সিন্ধু বালা জানান, এ ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করিনি।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এএ/এএসএ)