ঢাকা: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, ধর্মীয় ব্যক্তিত্ব, এমপি, মন্ত্রী, সমাজকর্মী, সুশীল সমাজ, সংবাদপত্র, কবি, লেখক, সাহিত্যিক, এনজিও, টেলিভিশনের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া আইডি খুলে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। চক্রটি ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন অপ্রীতিকর ছবিও পোস্ট করছে। এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। জনগণ বিভ্রান্ত হচ্ছে। এতে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষেরও ঘটনা ঘটছে।
যেসব ব্যক্তির নাম ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে তারাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছেন। এ বিষয়ে অনেকেই প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এতেও কোনো প্রতিকার মেলেনি।
প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই উল্লেখ করে কিছু দিন পূর্বে গণভবন থেকে একটি বক্তব্যও দেওয়া হয়েছে। তারপরও তার নামে এখনো ফেসবুকে আইডি খোলা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদের নামেও রয়েছে একটি আইডি, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নামে একাধিক আইডি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সিটি করপোরেশনের মেয়র ও মন্ত্রীদের নামে একাধিক ফেসবুক আইডি পাওয়া গেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদের নামের আইডি থেকে প্রায়ই স্ট্যাটাস দেওয়া হচ্ছে। গত ২৮ নভেম্বর দেয়া একটি স্ট্যাটাসে বলা হয়েছে- ‘খুব শীঘ্রই রাজনীতিতে আসতে পারে নাটকীয় মোড়। গত ২৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন সকল দলের উচিত সমঝোতার মধ্যে এসে নির্বাচনকে নিরপেক্ষ করা। সকল দলকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে ফেসবুকে একাধিক আইডি আছে। যেখান থেকে বিভিন্ন সময়ে ছবি ও স্ট্যাটাস দেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ফেসবুকে একাধিক আইডি আছে। বেগম খালেদা জিয়া ফ্যান পেইজ নামের আইডি থেকে কয়েক মিনিট পরপরই স্ট্যাটাস দেওয়া হচ্ছে। ৩০ নভেম্বর দেওয়া একটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘আওয়ামী এমপিদের দৌড় প্রতিযোগিতা শুরু। আজ অবরোধের ১ম দিন যশোর ও পাবনার দু এমপির গাড়ি বহরে হামলা করেছে জনতা। এর মাধ্যমেই ভারতের পথে দৌঁড় প্রতিযোগিতার শুভ সূচনা করেছেন আওয়ামী লীগ নেতারা।’
নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নামে ফেসবুকে একটি আইডি খোলা হয়েছে। ঐ আইডি থেকে দেয়া একটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘সংসদীয় নির্বাচনে যদি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পরাজয় হয় তবে তার মূল কারণ হচ্ছে শামীম ওসমানের ন্যায় অযোগ্য এবং সন্ত্রাসীকে মনোনয়ন দেয়া। নারায়ণগঞ্জে আওয়ামী তৃণমূল কর্মীরাই বিক্ষুদ্ধ সন্ত্রাসের গদফাদারকে মনোনয়ন দেয়াতে। দলের কেন্দ্র হতে শামীম ওসমানের মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য প্রার্থীকে মনোনীত করা হবে আমি সেটাই আশা করব।’
এ বিষয়ে সেলিনা হায়াৎ আইভী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেসবুকে আামার কোনো আইডি নেই। অনেক আগে একটি আইডি খোলা হয়েছিল। তবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নামে একাধিক আইডি খুলে কে বা কারা যেন আমার নামে স্ট্যাটাস দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনকেও অবহিত করেছি কিন্তু তাকে কোনো কাজ হয়নি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেসবুকে ভুয়া আইডি খুলে কোনো ক্রাইম করলে তাদের বিরুদ্ধে আইটি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ব্যপারে আমাদের নিকটে কেউ কোনো অভিযোগ করেনি।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমএবি/এআর/ ঘ.)