logo ০৩ জুলাই ২০২৫
৪০ বছর ছেলেকে খাঁচায় আটকে রেখেছেন মা!
ঢাকাটাইমস ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০১৩ ১৮:২৮:০৬
image

ঢাকা: মায়ের হাতে বন্দি তাও ৪০ বছর ধরে! ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্য। এটি চীনের হেনান প্রদেশের জিংজু শহরের ঘটনা।


পিং উইগিংকের বয়স এখন ৪৮ পেরিয়েছে। অভিশপ্ত সেই দিনগুলোর শুরু হয় ৬ বছর বয়স থেকে। তখন মাত্রাতিরিক্ত জ্বরে আক্রান্ত হন পিং। সেই থেকে মাথায় সমস্যা দেখা দেয় তার। শুরু হয় পাগলামি।


ছেলের পাগলামিতে চোখে অন্ধকার দেখেন মা ওয়ামী। নিজের টাকা পয়সা যা ছিল, তা খরচ করেও ছেলেকে ভালো করতে পারেননি তিনি।




এদিকে দিনকে দিন বাড়তেই থাকে পিংয়ের পাগলামি। অবশেষে ছেলেকে খাঁচায় আটকে রাখতে বাধ্য হন ‘মা ওয়ামী। এভাবেই কেটে যায় প্রায় ৪০ টি বছর।


পিংয়ের মায়ের বরাত দিয়ে ডেইলি মেইলের খবরে বলা হয়, পিংকে নিয়ে তার মা সব সময় দুশ্চিন্তায় থাকতেন। তিনি ভাবতেন, পিং ছাড়া পেলে হয়ত আত্মহত্যা করবে। আর সেই দুশ্চিন্তাকে এড়ানোর জন্য নিজের ছেলেকে ৪০ বছর ধরে খাঁচায় আটকে রাখেন পিংয়ের ‘অসহায় মা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লোকটি আজো বন্দি জীবন কাটাচ্ছেন।


(ঢাকাটাইমস/ ১৩ডিসেম্বর/ এএম/৫.৩০ঘ.)