logo ০৩ জুলাই ২০২৫
ভ্রমণের জন্য সেরা ১০ স্থান
ঢাকাটাইমস ডেস্ক
১১ ডিসেম্বর, ২০১৩ ১৯:২৮:৩৯
image

ঢাকা: অনেকেই আছেন যারা নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন। ভ্রমণ পিপাসুদের অনেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের কথা জানেন না।


বুধবার ভারত থেকে প্রকাশিত গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিশ্বের সেরা ১০টি স্থানের কথা উল্লেখ করা হয়েছে।


ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য ফ্রান্সের আইফেল টাওযার একটি ভাল স্থান। এখানে আপনি পরিবারের সদস্য বা আপন কারো সঙ্গে ভ্রমণ করলে অনেক মজা করতে পারবেন।


ফ্রান্সের দক্ষিণাঞ্চলে রোন নদীর তীরে অবস্থিত পোপ প্যালেস অন্যতম একটি দর্শনীয় স্থান। নদীর তীরে উন্মুক্ত পরিবেশে খোলা বাতাস আর পাশের বিভিন্ন স্থাপনা আপনাকে অবশ্যই মজা দেবে।


এছাড়া ফ্রান্সের রেভেরায় অবস্থিত নদীর তীরে আরো একটি জায়গা আপনার ভ্রমণের জন্য উপযুক্ত হতে পারে। এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।


ইউরোপের আরেকটি উল্লেখযোগ্য দেশ ইতালির মিলান শহরে যেতে পারেন। এখানে গেলে আপনি লিওনার্দো দ্য ভিঞ্চির ‘দ্য লাস্ট সাপার’ চিত্রকর্মটি দেখতে পাবেন।


ইতালির ‘লেক কমো’ জায়গাটি খুবই মনোমুগ্ধকর। এখানে এক জায়গায় অনেকগুলো হ্রদ রয়েছে। এখানে আপনার প্রিয়জনকে নিয়ে গেলে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না।


তাছাড়া আপনি যদি এশিয়ার মধ্যে কম খরচে কোনো স্থানে যেতে চান তাহলে ভারতের মুনারের চা বাগান আপনার জন্য উপযুক্ত হতে পারে। এ চা বাগানের পাশে একটি জলপ্রপাত রয়েছে।


ভারতের উদয়পুরে আরেকটি দর্শনীয় স্থান রয়েছে। এখানে অনেকগুলো হ্রদ রয়েছে। এজন্য উদয়পুরকে ‘সিটি অব লেক’ বলা হয়।


পর্তুগালের ম্যাডেরিয়া আইল্যান্ড বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। মধুচন্দ্রিমার জন্য জায়গাটি বিখ্যাত।


ইউরোপের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গেলে আপনি ২৫০ বছর আগের একটি ঐতিহ্য দেখতে পাবেন।


মানুষের দৈনন্দিন জীবনের হাজারো ব্যস্ততার মাঝে বছরে একবার হলেও ভ্রমণ করা দরকার। ভ্রমণ মানুষের মন ও দেহ সজীব করে তোলে।


(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল/এজে)