হুমকির মুখে সামুদ্রিক প্রাণী সিল
ঢাকাটাইমস ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০১৩ ২২:২৭:১৫
ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের কারণে হুমকির মুখে সামুদ্রিক প্রাণী সিল। গত সপ্তাহে সামুদ্রিক ঝড়ে যুক্তরাজ্যের নরফক প্রদেশের একটি সিল প্রজনন কেন্দ্র থেকে প্রায় দুইশ’ ৬৩টি প্রাণী সমুদ্রের পানিতে ভেসে গেছে।
রবিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এ সিল প্রাণীকে উদ্ধার করতে অভিযান চলছে। তবে সমুদ্রের পানিতে ভেসে যাওয়ায় অনেক প্রাণীই মারা গেছে। যে কয়টি সিল উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে তার মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।
প্রাণী রক্ষায় কাজ করে এমন সংগঠন আরএসপিসিএ গত শুক্রবার ১৩টি এবং শনিবার ২০টি সিল প্রাণী উদ্ধার করেছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায়ই সামুদ্রিক ঝড় ও প্রবল জোয়ারের কারণে অনেক সিল প্রাণ হারায়। এ কারণে বর্তমানে আগের তুলনায় সিল প্রাণী অনেক কম দেখা যায়।
(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল/এজে)