logo ০৪ জুলাই ২০২৫
সমুদ্রতলদেশে বিশুদ্ধ পানির বিশাল ভাণ্ডার
ঢাকাটাইমস ডেস্ক
০৫ ডিসেম্বর, ২০১৩ ২১:১২:৩১
image

ঢাকা: অস্ট্রেলিয়ার একদল গবেষক সমুদ্রের নিচে সংরক্ষিত বিশুদ্ধ পানির বিশাল ভাণ্ডারের সন্ধান পেয়েছেন। বৃহস্পতিবার ওই গবেষক দল গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন। ভবিষ্যতে বিশুদ্ধ পানির সঙ্কট থেকে এ পানি বিশ্ববাসীকে মুক্তি দেবে বলে তারা দাবি করেছেন।


গবেষক দলের প্রধান ও অস্ট্রেলিয়ার ফিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিনসেন্ট বলেছেন,‘পাঁচ লাখ ঘন কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে স্বল্প লবণাক্ত এ পানি। অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় এ বিশুদ্ধ পানি রয়েছে।’


তিনি বলেন, ‘আমরা যে পানি ব্যবহার করি তার চেয়ে এ পানি কোনো অংশে খারাপ নয়। বরং বিংশ শতাব্দীর প্রথমদিকে মানুষ যে পানি ব্যবহার করত তার চেয়ে অনেক ভালো।’


বর্তমানে পৃথিবীতে বিশুদ্ধ পানির সঙ্কট চলছে। এমন সময় বিশুদ্ধ পানির সন্ধান বিশ্ববাসীর জন্য একটি সুখবর বলে মনে করছেন এ গবেষক।


জাতিসংঘের পানি বিষয়ক সংস্থার মতে, বর্তমানে সারা বিশ্বে কৃষি উৎপাদন ও গবাদি পশু পালন বেড়ে যাওয়ায় জনসংখ্যার তুলনায় পানির ব্যবহার দ্বিগুণ হয়েছে। এ কারণে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি সঙ্কটে ভুগছে। ২০৩২ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে শতকরা ৪৭ ভাগ হতে পারে।


তবে নতুন সন্ধান পাওয়া এ পানি মানুষের ব্যবহার উপযোগী করে তোলা অনেক ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভিনসেন্ট পোস্ট।


(ঢাকাটাইমস/০৫ ডিসেম্বর/এসইউএল/এজে)