ঢাকা: একবার না পারিলে দেখো ১২ বার। হ্যাঁ পাঠক ১২ বারের কসরতে ৫৬ জন নারী গড়েছেন বিশ্ব রেকর্ড। কি ভাবছেন কথায় তাঁরা কিছু জিতে নিয়েছেন? মোটেই না তাঁরা তাঁদের নিপুন কাজের মাধ্যমে স্কাই ডাইভিংয়ে রেকর্ড গড়েছেন।
এক ফুট দুই ফুট নয় ১৮,০০০ ফট উঁচু থেকে পৃথিবীর কোলে ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। আর এই স্কাই ডাইভিংয়ে অংশ নিয়েছেন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও জার্মানির নারীরা। প্রায় ১০০ নারী অংশ নিয়েছিলেন তবে শেষমেশ সফল হয়েছেন ৫৬ জন।
কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। আর এর প্রমাণ করে দেখালেন ৫৬ জন নারী। এ কারণে স্কাই ডাইভিংয়ের বিশ্ব রেকর্ড এখন তাঁদের হাতে। নিজেদের বিচারে নয় বরং সুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল তাঁদেরকে এই স্বীকৃতি দিয়েছে।
এর আগে এই রেকর্ডটি ছিল ২০১০ সালে করা ৪১ জন নারীর দখলে।
আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের এলয় এ এই ডাইভিং হয়। গত শনিবার বিকালে মোট তিনটি উড়োযান থেকে ৫৬ নারী নিচের দিকে হাতে হাত রেখে নেমে আসেন। তবে প্যারাসুট থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই তাঁরা পৃথিবীর বুকে ফিরেছেন বলে জানিয়েছের আমেরিকার প্যারাসুট অ্যাসোসিয়েশন।
স্কাই ডাইভিংয়ে অংশ নেয়া কোরেন বলেন, ‘এই রেকর্ডটি ছিল আসলেই একটি চ্যালেঞ্জ। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এই কৃতিত্ব আমার একার নয়, আমাদের সবার। তবে এটা ঠিক এত উঁচুতে ভারসাম্য ধরে রাখা খুবই কঠিন বিষয়। খুব সচেতেনভাবেই আমরা কাজটি করেছি। কারণ এ সময়ে একটু অসচেতন হলেই সবাইকে বিপদে পড়তো হতো। তবে সবচেয়ে বড় বিষয় আমরা সফল হয়েছি।’
(ঢাকাটাইমস/২নভেম্বর/ফিচার/এসএ/ঘ)