ঢাকা: ঋতু পরিক্রমায় চলে এসেছে শীত। সারা বছর ধরে ভ্রমণ পিয়াসুরা বছরের এই সময়টার জন্যে অপেক্ষা করে। শীত মৌসুম আসলেই ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়েন দেশে-বিদেশে।
এবারের শীতে আপনার পরিকল্পনা কি? যদি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে একনজরে দেখে আসতে পারেন প্রতিবেশী রাষ্ট্রের কেরালা।
কেরালার সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে বলতে বাধ্য হবেন এ যেনো স্বর্গ। এই রাজ্যের সৌন্দর্য্য আপনাকে চুম্বকের মতো আকৃষ্ট করবে। ভারতের দক্ষিণের এ রাজ্যটির সবুজের সমাহারে বিমোহিত হবে যেকোনো ভ্রমণ পিয়াসুর মন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতা এবং অভ্যর্থনায় কেরালার সংস্কৃতির প্রতি ভালবাসা সৃষ্টি হতে বাধ্য। শহরের বাঁধন ছেড়ে সময় নিয়ে বেরিয়ে পড়ুন, আর উপভোগ করুন কেরালায় মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্য।
‘ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার’ কেরালাকে বিশ্বের দশটি স্বর্গরাজ্যের একটি ঘোষণা করে। ইকোট্যুারিজমকে আকর্ষনীয় করতে এঅঞ্চলের রয়েছে বিশেষ উদ্যোগ।
‘কেরা’ এবং ‘আলআম’ শব্দ থেকে হয়েছে ‘কেরালা’। কেরা শব্দের অর্থ নারকেল এবং আলআম অর্থ স্থান। অর্থাৎ কেরালা শাব্দিক অর্থ দাঁড়ায় নারকেলের স্থান। নামের সত্যতা মিলবে কেরালা দর্শনেই।
সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েক হাজার নারকেল গাছ। দেখলে মনে হবে মাথাটা কিছুটা নীচু করে নমস্কার জানাচ্ছে আপনাকে।
কেরেলার রাজধানী থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে রয়েছে কুমারাকম গ্রাম। রেল অথবা কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহজেই চলে আসতে পারেন কুমারাকমে। এই গ্রামে আপনাকে অভ্যর্থনা জানাবে চেনা-অচেনা হাজারো পাখি তাদের ভাষায় কিচির-মিচির গান শুনিয়ে।
তবে প্রাকৃতিক এবং গ্রাম্য পরিবেশ ছেড়ে যদি শহুরে পরিবেশে আসতে চান তাহলে কেরালার ত্রিলুভালাম আপনার সেই তেষ্টা মেটাবে। কেরেলার জনপ্রিয় এই পর্যটন স্পটে রয়েছে নৌকায় করে পার্শ্ববর্তী দ্বীপগুলো ঘুরে দেখার সুযোগ।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/জেএস/ এআর/ ঘ.)