logo ০৪ জুলাই ২০২৫
দাগ থেকে মুক্তি পেতে
ফিচার প্রতিবেদক, ঢাকা টাইমস
৩০ নভেম্বর, ২০১৩ ১৭:৩৮:৪২
image

ঢাকা: নিহার চৌধুরী নিজেকে নিয়ে সারাক্ষণই দুশ্চিন্তাগ্রস্থ থাকেন। মানুষের সামনে যেতে লজ্জা পান। কারণ আর কিছুই নয়। তার মুখের অবাঞ্ছিত দাগ। তবে মুখে দাগ থাকলেও নিজের ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন তিনি। হয়তো জানেন নিজের প্রতি একটু যত্নবান হলেই সম্ভব এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া।


নিহার চৌধুরীর মত মুখে দাগ নিয়ে এমন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য রইল আজকের টিপস। দিয়েছেন কানিজ আলমাস খান।




* অনেকের মুখেই কালো কালো দাগ দেখা যায় যা সৌন্দর্য নষ্ট করে দেয়। ১ চা-চামচ ধনিয়ার রসের সাথে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে সারারাত মুখে লাগিয়ে রাখুন। সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় পুরো মুখ ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন কয়েক দিন ব্যবহারেই উপকার পাচ্ছেন।

* যাদের মুখে মেচতা আছে তারা ১ চা চামচ সাদা জিরে গুঁড়া, ১চা-চামচ হলুদ গুঁড়া, ১চা-চামচ সরষে গুড়া ও ১ চা-চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেচতার উপর লাগান। কুড়ি মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

* আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে তবে প্রতিদিন গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ ক্রমশ হালকা হয়ে যাচ্ছে।

* মুখে ক্লান্তির ছাপ পড়ে গেলে সেই ছাপ কাটাতে চন্দন বাটা, তুলসি বাটা গোলাপ জলে মিশিয়ে গলায় ও মুখে লাগান। দেখবেন ত্বক চকচকে হয়ে গেছে।


(ঢাকাটাইমস/৩০নভেম্বর/ফিচার/এসএ/ঘ)