logo ০৪ জুলাই ২০২৫
চুমু দিতে আসা ফুল: হট লিপস
ফিচার প্রতিবেদক, ঢাকা টাইমস
২৬ নভেম্বর, ২০১৩ ২০:২৬:২৫
image

ঢাকা: ফুলের সুবাস নিতে কে না চায়।পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা ফুলকে ভালোবাসে না। আর এর জন্য মানুষ ফুলের ঘ্রানকে নাকে টেনে নেয়। অনেকে ফুলকে চুমু খেতেও ভালোবাসে। আর এ চুমু খাওয়ার জন্য মানুষকে ঠোঁট এগিয়ে দিতে হয়।  কিন্তু মজার বিষয় হল পৃথিবীতে  এমন একটি ফুলের সন্ধান পাওয়া গেছে, যা কিনা নিজেই চুমু খাওয়ার জন্য ঠোঁট বের করে আছে। ফুলটি দেখলে  মনে হবে  চুমু খাওয়ার জন্য অপেক্ষায় আছে সে।




 


লেখাটি পড়লে অনেকেই অবিশ্বাস করতে পারেন।কিন্তু বাস্তবেই এ ধরনের ফুলের অস্তিত্ব আছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ,কোস্টারিকা, পানামা এবং ইকয়েডরে এ ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায়। এই ফুলটির আসল নাম সাইকোট্রিকা এলাটা। অনেকে এই ফুলটিকে  হুকারস লিপস, দ্যা হট লিপস বলেও ডেকে থাকে।


 


তবে যে ফুলটিকে তারা চুমু ফুল(Kiss Lips Flower) হিসেবে বলে থাকে সেটি আসলে ফুলের মূল অংশ নয়। প্রথমে বের হয় পুষ্প মঞ্জুরিটি। যার মধ্যে থেকে বের হয় এর আসল ফুলটি। যেটি আর লিপিস্টিকের মত দেখতে নয়। এটির রঙ সাদা। যা একটি গোখরা সাপের মুখের ভেতর থেকে বের হওয়া জিহ্বার মত প্রায়।


(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ফিচার/এসএ)