logo ০৪ জুলাই ২০২৫
প্রেমিককে পেতে পোস্টার!
ঢাকাটাইমস ডেস্ক
২২ নভেম্বর, ২০১৩ ২০:১৯:২৭
image

ঢাকা: পৃথিবীর শুরু থেকে নারী ও পুরুষের মধ্যকার প্রেম-ভালোবাসা এক অমোঘ সত্য। প্রিয় মানুষটির কাছে থাকা যতোটা আনন্দের দূরে থাকা ঠিক তোতোটাই কষ্টের। আর প্রিয় মানুষটিকে যদি কেউ হারিয়ে ফেলে তবে তার মনের অবস্থা ভুক্তভোগীরাই কেবল বুঝতে পারে। হারানো মানুষটিকে খুঁজে পেতে এমন কোনো পদ্ধতি নেই যা অবলম্বন করে না।     


যুক্তরাজ্যের নাগরিক ইসাবেলা। সম্প্রতি তার ছেলে বন্ধুকে খুঁজে পেতে পোস্টারিং করেছেন। তার টানানো পোস্টার পশ্চিম লন্ডনের চিশউইক ও কামডেন এলাকায় রাস্তার পাশে, বিভিন্ন দেয়ালে ও গাছের গায়ে শোভা পাচ্ছে।


পোস্টারে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার হারানো প্রেমিক হয়ে থাকে অথবা দেখতে কানাডিয়ান অভিনেতা রায়ান গোসলিংয়ের মতো হয়ে থাকে, তবে সে যেন ইসাবেলার ফোনে শিগগিরই যোগাযোগ করে।


‘লস্ট বয়ফ্রেন্ড’ (প্রেমিক হারানো গেছে) শিরোনামের বিজ্ঞাপনটির মাঝখানে অভিনেতা রায়ান গোসলিংয়ের একটি সাদাকালো ছবি সংযুক্ত করে বলা হয়েছে, ‘তুমি যদি আমার হারানো বয়ফ্রেন্ড হও অথবা এই ব্যক্তির (রায়ান) মতো হও…তবে আমার সঙ্গে যোগাযোগ করো।’


ইসাবেলা তার টুইটার অ্যাকাউন্টেও প্রেমিকের খোঁজে একটি বার্তা পোস্ট করেছেন। টুইটার বার্তার সঙ্গে একটি অডিও বার্তাও ছেড়েছেন তিনি।


অডিও বার্তায় বলা হয়েছে, ‘হ্যালো, আমি ইসাবেলা, যদি তোমার মনে হয় তুমি আমার হারিয়ে যাওয়া বন্ধু, তাহলে একটি মেসেজ পাঠাও এবং আমি যতো তাড়াতাড়ি সম্ভব তোমাকে ফিরে পেতে চাইবো…!’


ইসাবেলা তার বন্ধুর খোঁজার এ অভিযানে সফল হয়েছেন কিনা সেটা এখনো জানা যায়নি। তবে, অনেক টুইটার ব্যবহারকারী ইসাবেলার পোস্টের উত্তরে বলেছেন, অনেকেই এখন রায়ান গোসলিং হতে চাইবে!


(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এজে)