logo ০৪ জুলাই ২০২৫
৮১ তম বিবাহ বার্ষিকী পালনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি
ফিচার ডেস্ক, ঢাকা টাইমস
২২ নভেম্বর, ২০১৩ ১৪:১৬:৩৯
image


ঢাকা: মার্কিন দম্পতি জন ও অ্যান বেটার বিবাহের ৮১ তম বিবাহ বার্ষিকী পালন করতে যাচ্ছেন শিঘ্রই। আগামী সোমবার ২৫ নভেম্বর ৮১ তম বিবাহ বার্ষিকী পালন করবেন তাঁরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই যুগল বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতির খেতাব পান। রয়টার্স

নিউইয়র্কে ১৯৩২ সালে বিয়ে করেন জন ও অ্যান বেটার। জন বলেন, বিয়ের বিষয়ে তার কোন মতামত নেয়া হয়নি। মাত্র ১৭ বছর বয়সে তিনি অ্যানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১০২ বছর বয়সী জন বলেন, তাঁর স্ত্রী ৯৮ বছর বয়সী অ্যান জনের বাবাকে বলেন, ‘চিন্তিত হবার কিছু নেই এই বিয়ে বেশিদিন টিকবে না।’ কিন্তু এখনো তাঁরা যে একসঙ্গে আছেন সেটাই প্রমাণ করে অ্যানের ভবিষ্যতবানী সত্য হয়নি।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যান বলেন, হঠাৎ রাস্তা পার হতে যাওয়া এক তরুণকে তার ভালো লেগে যায়।’

স্বামী জনের সঙ্গে দাম্পত্য জীবনে বিশ্বের বহু পরিবর্তন দেখেছেন তিনি। তবে বিয়ের এত বছর পার করার পরেও ভালো আছেন তাঁরা। ঘরে রয়েছে মোট পাঁচ সন্তানের তিনজন (দুজন মারা গেছেন)। এছাড়াও ১৪ জন নাতি নাতনি ও ১৬ জন প্রপৌত্র ও প্রপৌত্রী রয়েছে।

এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি ছিলেন স্টিভেন রুবেল ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া রুবেল। এপ্রিলে স্টিভেন রুবেল মৃত্যুবরণ করেন। এ দম্পতি বিয়ের ৮৩ বার্ষিকী উদযাপন করেছিলেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/ফিচার/এসএ/ঘ)