logo ০৪ জুলাই ২০২৫
সাত মাসেই কথা বলেছে খুদে জোনাথন!
ঢাকাটাইমস ডেস্ক
২২ নভেম্বর, ২০১৩ ১৬:৩২:০৪
image

ঢাকা: সবাই দেখে অবাক, সবে পা দিয়েছে একবছরে। তার আগেই একরত্তি জোনাথন যে যে কাণ্ড ঘটিয়ে ফেলেছে, তাতে চোখ কপালে অনেকেরই।


জন্মের সময়েও মাকে বেশি কষ্ট দেয়নি এই খুদে। মাত্র পাঁচ মিনিটের প্রসবযন্ত্রণার পরেই পৃথিবীর আলো দেখেছিল জোনাথন। তারপর থেকে তার জীবন দারুণ গতিময়। জোনাথনের বয়সী অন্য শিশুদের তুলনায় অনেকটাই এগিয়ে।




এক বছরে অনেক বাচ্চা সবে টলমল পায়ে এগিয়ে চলতে শুরু করে। আর জোনাথন সে সব শিখে ফেলেছে সাত মাসেই। তখন থেকেই রপ্ত করে হাঁটা। শিখে ফেলেছে কথা বলাও। শুধু তাই নয়, জোনাথনের মায়ের দাবি, নাচটাও সে ভালই করে।


বার্মিংহামের এই বিস্ময় শিশুর কীর্তি কিন্তু এখানেই শেষ নয়। মায়ের ল্যাপটপেও দারুণ সড়গড় জোনাথন। রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল পরিবর্তনও পটু সে।




জোনাথনের মা বলেন, “ও খুব চালাক। কী তাড়াতাড়ি যে বড় হয়ে গেল, ভাবা যায় না! এখনও বিশ্বাস হয় না, সাত মাস বয়স থেকে ও মাম্মি বলতে শুরু করেছিল।”


জন্মদিনে বাবা-মা ছেলেকে ড্রাম আর মিনি পিয়ানো উপহার দিয়েছে।


(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেএস)