ঢাকা:পুরুষরা সবসময়ই চায় তার সঙ্গীটি পরিপূর্ণ হোক তবে অনেক সময় মেয়েরা বুঝতে পারে না তার সঙ্গীর কাছে নিজেকে কিভাবে উপস্থাপ করবে। তাই তাদের জন্য রইল সেই পরামর্শ যার মাধ্যমে সঙ্গী তাকে পরিপূর্ণভাবে পাবে---
১.মেয়েদের অবশ্যই মনে রাখা উচিত তার সঙ্গী সবসময়ই তাকে একান্ত করে পেতে চাইবে। তাই নিজেকে অন্য বিষয়গুলো থেকে মুক্ত রাখুন যাতে সঙ্গী আপনাকে নিজের মত করে পেতে পারেন।
২.সঙ্গীকে অনুসরণ করতে শিখুন। লেডিস ফার্স্ট বিষয়টিকে মনে রেখে আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না বরং সঙ্গীর পরামর্শ নিন এবং তাকে অনুসরণ করুন।
৩.সঙ্গীকে দেখলেই কি আপনার হৃদস্পন্দন বেড়ে যায়? নাকি তার কন্ঠ শুনলে আপনি খেই হারিয়ে ফেলেন? তবে যতক্ষণ তার সঙ্গে থাকবেন নিশ্চিন্তে থাকতে চেষ্টা করুন, বিশ্বাস করুন এবং তার উপর নির্ভর করতে শিখুন।
৪.সঙ্গীর প্রতি অবশ্যই আপনি যতœবান হোন। মনে রাখবেন প্রতিটি ছেলেই চায় তার স্ত্রী বা প্রেমিক তার প্রতি কেয়ার করুক। তার ছোট খাট বিষয়গুলোর প্রতিও সমান গুরুত্ব দিন। এতে আপনার সঙ্গী সন্তুষ্ট হবে।
৫.সঙ্গীর কাছে নিজেকে আবেনময়ী করুন তবে নগ্নতা প্রকাশ করবেন না। মনে রাখবেন কোন পুরুষই চায় না তার সঙ্গী নিজেকে নগ্ন ভাবে প্রকাশ করুক। তবে রোমান্টিকতা করতে ভুলবেন না।
৬.প্রথম ডেটিংয়েই যৌণ মিলনের জন্য আগুহী হবেন না। কারন সম্পর্ক অনেক সুন্দর একটি বিষয় এটাকে কলুষিত করলে আপনি নিজেই সঙ্গীর আস্থা হারাবেন। তাই এক্ষেত্রে সময় নিন এবং ভাবুন।
৭.সব পুরুষই চায় তার সঙ্গী তাকে সম্মান করুক। তাই সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গীকে সম্মান করুন। এমনকি শিশুসুলভ আচরণ করা থেকেও বিরত থাকুন।
৮.নারীদের মনে রাখতে হবে তারা যেন সঙ্গীর বন্ধু বান্ধবের সামনে অযাচিত কোন আচরণ না করেন। এতে সঙ্গী লজ্জা পেতে পারে। তাই এ সময়টাতে অবশ্যই সাবধানে থাকুন।
৯.সঙ্গীকে বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসাবাদে যাবেন না। যেমন কে ফোন করল , কে এসএমএ করল কিংবা কে মেইল করল। এতে পুরুষটি ভাববে আপনি তার প্রতি বিশ্বাস হারিয়েছেন। ফলে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে।
১০.উপরের এই বিষয়গুলো যদি মনে রাখতে পারেন কিংবা আপনি যদি এমন নারি হয়ে থাকেন তবে আপনি ১০০ তে ১০০ মার্ক পাবেন। ডের্টি এক্সপার্ট বলেছেন, ‘ আপনার ভালো আচরণের মাধ্যমেই প্রকাশ পাবে সে আসলেই আপনার কেমন সঙ্গী। আপনার সঙ্গীরও উচিত হবে ঠিক এমন আচরণ আপনার সঙ্গে করা।’
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/ফিচার/টসেএ)