চীনে যৌন উৎসব!
ফিচার প্রতিবেদক, ঢাকা টাইমস
২৯ নভেম্বর, ২০১৩ ১৭:৩০:৪৯

ঢাকা: চীনে অনেকটা প্রকাশ্যেই এবার আয়োজন করা হল যৌন উৎসবের। তবে কিছুদিন আগে ভারতে ধর্ষণ উৎসবের কথা প্রকাশ করে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম। একাকীত্বে ভোগা মানুষের যৌনক্ষুধা মেটাতে আয়োজন করা হয়েছে এই গুয়াংঝৌ ন্যাশনাল সেক্স কালচারাল ফেস্টিভ্যালের৷
আলোচিত এই উৎসবে মধ্যবয়স্কদের ভিড়ই বেশি, তাদের অধিকাংশই বিবাহিত৷ এমনই একজন চেন ওয়েজহাউ৷ তিনি জানান, দীর্ঘদিনের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক এখন অভ্যাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ তাই যৌন জীবনের রোম্যান্স খুঁজে পেতেই এই ফেস্টিভ্যালে এসেছেন তিনি৷
এই উৎসবকে কেন্দ্র করে ছোটখাটো একটা মেলা বসেছিল যেন। মেলায় অংশ নেয়া ছোট ছোট বেশির ভাগ দোকানেই বিক্রি হচ্ছে স্বল্পবসনা বিভিন্ন ম্যানিকুইন৷ এ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সেক্স টয়৷ কোথাও বিক্রি হচ্ছে মহিলা ও পুরুষদের অন্তর্বাসসহ রকমারি নাইট ড্রেস৷ কোথাও আবার বিভিন্ন ফ্লেভারের কনডম৷ এছাড়া রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থাও৷
উৎসবের উল্লেখযোগ্য দিক হলো এতে নারীদের তুলনায় পুরুষের ভিড়ই বেশি৷ এটা অবশ্য চীনের এক সন্তান নীতির প্রতিফলন বলা যেতে পারে৷ প্রতিটি দম্পতিই চান অন্তত একটি পুত্রসন্তান৷ সেক্ষেত্রে এক সন্তান নীতির চাপে পড়ে এক সময় চীনে গর্ভপাতের সংখ্যা বাড়ছিল৷ আর তারই ফল হিসেবে ২০১২ সালে চীনের লিঙ্গ অনুপাত হয়েছিল ১১৮ জন সদ্যজাত ছেলে প্রতি মাত্র ১০০ জন সদ্যজাত মেয়ে৷ বিশেষজ্ঞদের মতে, পুরুষ প্রতি মহিলাদের সংখ্যা এতটা কমে যাওয়াতেই সম্ভবত জমে উঠেছে দেহ ব্যবসা৷
প্রসঙ্গত:, হাজারেরও বেশি চীনা সংস্থা বিশ্বের ৭০ শতাংশ সেক্স টয় তৈরি করে, যা রপ্তানি করে বছরে অন্তত ২ বিলিয়ন ডলার আয় হয় চীনা সরকারের৷
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ফিচার/এসএ/ঘ)