logo ০৪ জুলাই ২০২৫
ধনী দেশের মানুষেরাই অসুখী
ঢাকাটাইমস ডেস্ক
২৯ নভেম্বর, ২০১৩ ০০:১৫:৩৬
image


ঢাকা: সম্পদ বেশি থাকলেই মানুষ সুখী হয় এমন ধারণাকে ঠিক না। বৃটেনের এক দল গবেষক বলেছে, ধনী দেশের মানুষেরা মানসিকভাবে সুখী নয়। বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত গণমাধ্যম ডেইলি মেইলে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে দেশ যত ধনি হচ্ছে সে দেশের মানুষের মনে অশান্তি ততই বাড়ছে। গবেষণায় দেখা গেছে, একটি দেশের মাথাপিছু জিডিপি’র পরিমাণ ২২ হাজার দুইশ’ হওয়া সত্ত্বেও তারা সুখী নয়।

এদিকে একটি দরিদ্র দেশের মানুষ তাদের তুলনায় অনেক সুখী। দরিদ্র দেশের মানুষের মনে চিন্তাভাবনা কম। তাদের মাথাপিছু আয়ের পরিমাণ দিনদিন একটু একটু করে বাড়ছে। তাদের জীবন মানের উন্নতি হচ্ছে। সাথে সাথে তারা তাদের প্রয়োজনীয় সকল চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে।

এর কারণ হিসাবে গবেষকরা বলেছেন, জীবনযাত্রার মান বাড়ানোর উচ্চাকাঙ্খা এবং ধনী দেশগুলোর তালিকায় প্রথম দিকে থাকার প্রতিযোগিতা মানুষের মনের শান্তি নষ্ট করে দেয়। ধনী দেশের তুলনায় দরিদ্র দেশের মানুষের আকাঙ্খার মাত্রা কম বলে তারা শান্তিতে থাকে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এসইউএল/জেডএ.)