ঢাকা: ব্রাজিলের রাজধানী সাও পাওলোর নাগরিক ম্যানুয়েল মিত্রের শখ শেষ পর্যন্ত পূরণ হলো। তাঁর শখ ছিল বিশেষ এক ধরণের বাথটাবে (ইনফ্ল্যাটবল পুল) তার দ্বিতীয় সন্তান প্রসব হবে।
তার এই শখে এক পর্যায়ে সায় দেন তাঁর স্বামী এন্ড্রি। সমর্থন ছিল তাদের ছোট্ট মেয়ে এলিসেরও।
শেষ পর্যন্ত আসে সেই মুহূর্ত। ধাত্রীও তৈরি। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ধাত্রীদের কথামতো ম্যানুয়েল মিত্র পরিমাণমতো হালকা কুসুম পানির মধ্যে নামেন এবং সন্তান প্রসবের সময় দুই ধাত্রী সহযোগিতা করেন।
গত ৬ নভেম্বর সন্তান প্রসবের মুহূর্তে প্রথম সন্তানকে কোলে নিয়ে স্বামী এন্ড্রিকে এ ম্যানুয়েলের কোমর তুলে ধরতে দেখা যায়।
এ পুরো দৃশ্যটি কৌতূহল নিয়ে দেখছিলেন তার মেয়ে এলিস । (প্রথম ছবি)
দ্বিতীয় ছবিতে বাথটাবের মধ্যেই সন্তানকে আদর করতে দেখা যাচ্ছে মা ম্যানুয়েল মিত্রকে। তবে অনেকেই এ ব্যবস্থায় সন্তান প্রসবকে ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছেন।
সমালোচকরা বলছেন, এটা পরীক্ষিত কোন ব্যবস্থা নয়।
ফলে শখের বসে এই ব্যবস্থায় সন্তান প্রসবের ঝুঁকি না নেয়াই ভালো। -রয়টার্স অনলাইন।
(ঢাকাটাইমস/ ২৯ নভেম্বর/ এআর/ ঘ.)