logo ০৪ জুলাই ২০২৫
নারীরা বেশি কথা বলে!
ঢাকাটাইমস ডেস্ক
০১ ডিসেম্বর, ২০১৩ ১৬:০৯:১৬
image


ঢাকা: দীর্ঘদিন ধরে প্রচলিত একটি বিতর্ক রয়েছে পুরুষদের চেয়ে নাকি নারীরা বেশি কথা বলে। আসলেই কি তাই?

এক হিসাবে দেখা গেছে, দৈনিক গড়ে একজন নারী ২০ হাজার শব্দ ব্যবহার করে। যা ছেলেদের চেয়ে প্রায় সাত হাজার শব্দ বেশি।

এক গবেষণায় দেখা যায়, পারিবারিক এবং সামাজিক যেকোনো বিষয়ে কথা বলতে পচ্ছন্দ করে নারীরা। বিশেষ করে স্বামী বা বয়ফ্রেন্ডর সঙ্গে যৌন সম্পর্কের বিষয় প্রয়োজন না থাকলেও আলোচনা করতে চায় নারীরা।

বিভিন্নভাবে এই গবেষণায় নারী এবং পুরুষের কথা বলার প্রবণতা যাচাই করা হয়েছে। এজন্যে কিছু সংখ্যক নারী-পুরুষকে একটি পরীক্ষাগারে নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে দেয়া হয় এবং তাদের কথোপকথন রেকর্ডিং করা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে বাড়িতেও প্রত্যেকের কথোপকথন রেকর্ড করা হয়। এর ফলে প্রত্যেকদিন একজন ব্যক্তি কথা বলতে কতো সময় ব্যয় করেন এই ধারনাও মিলেছে।

এমনকি শিশুদেরকেও এই জরিপের আওতাভুক্ত করা হয়েছে। মজার বিষয় হলো, ছেলে শিশুদের চেয়ে মেয়ে শিশুরাও বেশি কথা বলে। মাত্র আড়াই বছরে যখন শিশুরা কথা বলা শেখে তখন থেকেই মেয়ে এবং ছেলে শিশুদের মধ্যে এই পার্থক্য দেখা যায়। শিশুদের তাদের বাবা-মা ও বন্ধুদের সঙ্গে কথার হিসেবে এই ফলাফল মিলেছে।

তবে শিশুরা কিছুটা বড় হলে কথা বলায় তারতম্য ঘটে। ইউনির্ভাসিটি অব ক্যালির্ফোনিয়ার দার্শনিক চ্যাম্পবেল লিপার বলেন, খানিকটা বড় হওয়ার পরে মেয়েদের কথা বলার পরিমাণ কমে আসে এবং সেসময়টা ছেলেরা তুলনামূলক বেশি কথা বলে। কিন্তু এই পার্থক্যটা খুবই সামান্য এবং এটি সম্পূর্ণ ল্যাব ভিত্তিক একটি জরিপ।

১৯৯৩ সালে নারী-পুরুষের কথা বিষয়ক একটি গবেষণাপত্র প্রকাশ করেন গবেষক ডেবোরাহ জেমস ও দার্শনিক জানিস ড্রাকিস। এই গবেষণায় পাওয়া ৩৬টি প্রতিবেদনের মধ্যে মাত্র দুটিতে দেখা গিয়েছে মেয়েরা বেশি কথা বলে। অপর ৩৪টি প্রমাণ মিলেছে যে ছেলেরা বেশি কথা বলে।

মার্কিন ও মেক্সিকোর ভিক্তিক বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে করা এক জরিপে বলা হয়, নারীরা ১৬ হাজার ২১৫টি শব্দ ব্যবহার করে অপরদিকে পুরুষেরা ১৫ হাজার ৬৬৯টি শব্দ ব্যবহার করে। এক্ষেত্রে নারী-পুরুষের কথার বলার পার্থক্য খুবই কম।

তবে কথা বলার সকল ক্ষেত্র একই রকম নয়। যেমন নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনির্ভাসিটির এক অনুষ্ঠানে দর্শক সারিতে বসা নারী-পুরুষের ওপরে করা জরিপে দেখা যায়, মোট প্রশ্নের তিন-চতুর্থাংশ করেছে পুরুষেরা। অপরদিকে দর্শকসারিতে থাকা নারীদের থেকে দুই-তৃতীয়াংশ প্রশ্ন এসেছে।

কিন্তু এতো তথ্য-উপাত্তের পরেও আমরা বলে থাকি মেয়েরা বেশি কথা বলে। জীবন সংশ্লিষ্ট কিছু বিষয় যেমন শারীরিক সম্পর্কের বিষয়ে মেয়েরা বেশি কথা বলে। তবে বিভিন্ন উপাদানের ওপরে জরিপ করলে দেখা যায়, ছেলে এবং মেয়েদের কথা বলার পার্থক্য খুব বেশি নয়।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/জেএস)