logo ০৪ জুলাই ২০২৫
বেশিরভাগ মেয়েরাই সৌন্দর্য নিয়ে অসুখী!

ফিচার ডেস্ক, ঢাকা টাইমস
০১ ডিসেম্বর, ২০১৩ ১৮:২৮:৩৭
image


ঢাকা: বেশিরভাগ মেয়েরাই তাদের সৌন্দর্য নিয়ে অসুখী। সম্প্রতি এমনই একটি তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ান জানায়, একটি জরিপে দেখা গেছে বেশির ভাগ মেয়েরা বিশেষ করে টিনেজ মেয়েরা তাদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে অস্বস্তিতে ভোগে। এছাড়া জীবন সম্বন্ধে অনেক নেতিবাচক ধারণাও রয়েছে তাদের।





গার্লগাইডিং নামে একটি স্বোচ্ছাসেবি সংগঠনের জরিপে জানা যায়, যেসব মেয়েরা দেখতে কুৎসিত তারা ছেলেদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন আচরণ করে। এক্ষেত্রে যৌন আচরণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা।

এই গবেষণায় আরো দেখা গেছে, অসুন্দর মেয়েরা সম্পর্ক গড়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনের সহায়তা নেয়। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের দ্বারা আকৃষ্ট হয়ে সৌন্দর্য সামগ্রী ব্যবহার করে সময় কাটায়।

(ঢাকাটাইমস/১নভেম্বর/ফিচার/এসএ/ঘ)