ম্যান্ডেলার বৈচিত্র্যময় ছয় নাম
ডেস্ক নিউজ, ঢাকা টাইমস
০৬ ডিসেম্বর, ২০১৩ ১০:২৬:১৬

ঢাকা: মানুষ একজনই। হরেক নামে পরিচিত। সারাবিশ্ব যাকে চিনেছে নেলসন ম্যান্ডেলা নামে। তার নামের ভেতর লুকিয়ে আছে যেন অপার এক শ্রদ্ধার সাগর। শুনলেই মাথা অবনত হয়। কুর্নিশ করতে ইচ্ছে হয়।
সেই কালো মানুষের নেতা, বঞ্চিত, শোষিত মানুষের নেতা, বিশ্বনেতা… কত অভিধায় না অভিষিক্ত করা যায় তাঁকে। কিন্তু তার প্রয়োজন পড়ে না, কারণ তিনি নিজেই এখন পৃথিবীর শ্রেষ্ঠতম বিশেষণ। সাত শ’ কোটি মানুষের মধ্যে তিনি একজনই ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা পাড়ি জমিয়েছেন বিরানভূমির জগতে, না ফেরার দেশ।
শৈশবকাল থেকে আজ পর্যন্ত যেসব নামে এই গণমানুষের নেতা পরিচিত হয়েছেন, সেই নামগুলো নিয়ে ‘ঢাকাটাইমসের’ এই আয়োজন।
১.রোলিহলাহলা : এটা ম্যান্ডেলার জন্মগত নাম। জোজো ভাষায় (দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় ভাষা) এর অর্থ 'গাছের ডাল ভেঙে ফেলা'। তবে কথ্য ভাষায় কাউকে 'উটকো ঝামেলাকারী' বোঝাতে ব্যবহৃত হতো রোলিহলাহলা। ম্যান্ডেলার এ নাম রেখেছিলেন তার বাবা গাদলা হেনরি মপাকানইসা।
২.নেলসন : স্কুলে যেদিন প্রথম পা রাখলেন রোলিহলাহলা, সেদিনই তার নামা পরির্বতন করা হল। কারণ স্কুলের এক ম্যাডাম মিস মিনগেন পছন্দ করতে পারলেন না 'ঝামেলাকারী' রোলিহলাহলা নামটি। তখনকার দিনে আফ্রিকান শিশুদের ইংরেজি নাম দেওয়ার একটা চল ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনে কাজ করতেন যারা তারা আসলে আফ্রিকান নামের উচ্চারণ ঠিকঠাক করতে পারত না বলে আফ্রিকার মানুষদের প্রভাবিত করত ইংরেজি নাম রাখার জন্য। ম্যান্ডেলার ম্যাডামও বাদ পড়লেন না প্রভাবাচ্ছন্ন আফ্রিকানদের তালিকা থেকে। রোলিহলাহলা বদলে তিনি ম্যান্ডেলার নাম রাখলেন নেলসন।
৩.মাদিবা : এটা ম্যান্ডেলার গোত্রীয় নাম। ডাকনামের চেয়েও গোত্রীয় বা বংশীয় নামের মূল্য বেশি আফ্রিকানদের কাছে। কারণ এমন নামের ভেতরই একজন আফ্রিকানের বংশের অতীত-লিপি নিহিত থাকে। আঠারো শতকে ত্রানস্কিতে থিম্বুদের একজন রাজা ছিলেন, নাম মাদিবা। তার উত্তর পুরুষ হিসেবেই ম্যান্ডেলাকে মাদিবা নামে ডাকা হয়।
৪.টাটা : স্থানীয় ভাষায় টাটা শব্দের অর্থ পিতা। দক্ষিণ আফ্রিকার অনেক জনগণের কাছেই ম্যান্ডেলা গুরু বা বাবার সমতুল্য। তাই তারা সম্মান করে ম্যান্ডেলাকে টাটা বলে সম্বোধন করে থাকেন।
৫. খুলু: ম্যান্ডেলাকে খুলু বলেও অভিহিত করা হয়। এর অর্থ মহান ও শ্রেষ্ঠ। আর স্থানীয় ভাষায় এর অর্থ দাদু। মূলত ম্যান্ডেলাকে মহান নেতা বোঝাতেই এ নামে ডাকা হয়।
৬.ডালিভুঙ্গা : ম্যান্ডেলার বয়স তখন ১৬। জোজায় এক ধর্মীয় ঋষির কাছ থেকে দীক্ষা নিতে যান ম্যান্ডেলা। তখন ঋষি তার
নাম রাখেন ডালিভুঙ্গা। এর অর্থ 'পরামর্শসভার প্রতিষ্ঠাতা' কিংবা 'সংলাপ বা বৈঠকের সঞ্চালক'। ম্যান্ডেলার স্তুতি গাইতে আফ্রিকানরা বলে থাকেন, 'আহ, ডালিভুঙ্গা।'
(ঢাকাটাইমস/ ৬ডিসেম্বর/ এএম/১০.১৬ঘ.)