logo ০৩ জুলাই ২০২৫
নারীরা যা শুনতে মুখিয়ে থাকেন
কামাল শাহরিয়ার, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৩ ০৯:২৯:২৮
image

ঢাকা: একজন পুরুষকে সব সময় একটা জিনিস মনে রাখতে হয়, কিছু কিছু কথা শুনতে নারীরা বেশ মুখিয়ে থাকে। যা শুনতে তাদের ভালো লাগে বৈকি। একজন নারী সব সময় যা চায় কিংবা পায় তার চেয়ে বেশি ভালোবাসে তার প্রিয় মানুষের মুখ থেকে কিছু প্রিয় কথা। যেগুলোর মধ্যে অভিনন্দন আবার অমৃষ্ট কথা থাকতে পারে। 


সে কারণে আপনার প্রিয়জনকে খুশি করুন তার জানা বা অজানা জিনিসগুলোর কথা দিয়ে। অনেকেই বলতে পারেন, এটা কি করে হয়? হয়তো অনেকে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য।


বিশেষ করে আপনি যেখানে অঙ্গীকারাবদ্ধ সম্পর্কে ব্যস্ত রয়েছেন সেখানে আপনার প্রিয় মানুষটিকে সবসময় আপনার মতো করে হাসি খুশি রাখতেই তার ভালোলাগার কথাগুলো শুনাবেন। যেসব কথাগুলো শুনতে নারীরা সবসময় মুখিয়ে থাকে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-


তোমাকে দেখতে দারুণ লাগছে: যদি কাউকে বলা হয় কোন ৩টি জিনিস নারীদের বেঁচে থাকার তালিকায় থাকে। হয়ত তারা বলবেন ভালো খাবার, পোশকভাণ্ডার এবং আন্তরিক অভিবাদন। তাই যখন তাকে অভিনন্দন জানাবেন তখন কৃষপণাতার পথ অবলম্বন করবেন না। যদি আপনি বেশি কিছু ফেরত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি কিছু দিতে হবে।


তাকে তাই বলুন যা তাকে লাগছে। তার চাহনি, ফিগার, পোশাকের মাধুর্য্যতা, তার পেশাগত দায়িত্বজ্ঞাণের সুনাম অথবা রন্ধন শৈলীর দক্ষতা নিয়ে অকপটে প্রশংসা করে কথা বলুন। যখন আপনি তাকে দারুণ লাগার কথা বলবেন তখন সে আলাদা অনুভূতি অনুভব করবে। পাশাপাশি নিজেকে নিয়ে বেশ আগ্রহী হবে।


তুমিই আমার জীবনের প্রথম নারী: একথা বলার অপেক্ষা রাখে না যে, একটা মেয়ে কখনোই তার প্রিয়জনের সাথে অন্য আরেক মেয়ের সম্পর্ক কিংবা সঙ্গ দেখতে চায় না। একজন নারী শুধু তাকেই দেখতে চায় তার প্রিয় মানুষের চারপাশে। একটা দীর্ঘ সম্পর্কের জীবনে এক নারী-পুরুষের সঙ্গ বেশ ভালো অবস্থান তৈরি করে।


যখনই একজন নারী প্রিয় পুরুষের মুখে শুধুমাত্র তাকে ঘিরেই কথা শুনে তাহলে সে বেশ আকর্ষণীয় এবং আগ্রহী হয়। বলতে গেলে একজন পুরুষের জীবনে এক নারী হওয়ার সৌভাগ্য অর্জন করাটা তাদের কাছে বেশ গৌরবের মনে হয়।


আদর-সোহাগ প্রদানে তুমি সেরা: আমাদের দেশের অনেক দম্পতি তাদের ভালোবাসার আদর কিংবা সোহাগ নিয়ে এক অপরের সাথে শেয়ার বা কথা বলতে চাননা। কিন্তু এটা ঠিকনা। কেননা একজন নারী তার স্বামী কিংবা প্রিয় মানুষকে নিজেকে উজার করে ভালোবাসেন বা আদর-সোহাদ দিয়ে থাকেন। সেকারণে যখন সে তার কাজের জন্য প্রশংসা পাবে সে এব্যাপারে আরো বেশি আনন্দ পাবে।


তবে প্রত্যেক পুরুষের এটা মনে রাখতে হবে এই কথাটা নারীদের আকর্ষণ বাড়ানো জন্য নয়। এ প্রশংসা পাওয়ার দাবিদার নারীরা। এটা তাদের পূর্ণ অধিকার। তাই প্রশংসা করার এই অধিকারটুকু নির্দ্ধধায় প্রয়োগ করে দাম্পত্য জীবন সুখকর হবে।


তোমাকে সেরামাবানাবো: বেশির ভাগ নারীরাই তাদের সন্তান পেতে ভালবাসে। তারা মা হবার জন্য মুখিয়ে থাকে। বিশেষ করে বিয়ের পরপরই নারীরা তাদের প্রথম সঠিক কাজ মনে করে মা হওয়ায়। তারা ‘মা’ ডাক শুনতে যেন প্রকৃতি প্রদত্ত আকর্ষণ নিয়ে দিন কাটায়।


বিশেষ করে মা হওয়ার পক্রিয়ায় যতই এগিয়ে যেতে থাকে, ততই পরিকল্পনা নিতে চায় তারা। তবে এসময় তারা সিদ্ধান্তহীনতায় পড়ে যায়। অনেকে তাদের সন্তানকে কিভাবে লালন-পালন করবেন, নাম রাখা থেকে শুরু করে পড়াশুনা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। এসময় আপনি কিংবা একজন ব্যক্তি যিনি অনাগত সন্তানের বাবা হবেন তিনি তার প্রিয় সহধর্মিণীর সাথে আলোচনা করে এবং বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে আশ্বস্ত করতে পারেন।


বিশেষ করে গর্ভবতী মায়েরা তাদের সন্তানদের কাছে ভালো মা হতে পারাটাই বেশ মুখ্য বিষয় বলে মনে করেন। সেকারণে একজন পুরুষের উচিত তার স্ত্রীকে আশ্বস্ত করা। কেননা প্রিয় মানুষটি যখন তাকে সেরা মা হতে পারার গ্যারান্টি দিবে তখন একজন নারী সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটাবেন আর মুখিয়ে থাকবেন সেরা মা হওয়ার দিন পাওয়ার।


তুমি সারাজীবন আমার সাথে থাকবে: বেশির ভাগ নারীরাই তাদের প্রিয় মানুষের কাছে অতি সংবেদনশীল থাকতে পছন্দ করে। সে কারণে একজন পুরুষ হিসেবে আপনার উচিত আপনার প্রিয় মানুষটিকে ‘তুমি সাথে সারাজীবন থাকবে’-এমন কথা বলে তার হৃদয়ে এক অনন্য দোল তৈরি করে। তবে এ কথা বলার সময় অবশ্যই তাকে বুঝাতে হবে এই কথাটা শুধু মুখ থেকেই বলেননি, এটা আপনার হৃদয়ের গভীর থেকে বলেছেন।


তাতে আপনার প্রতি তার ভালোবাসা এবং আগ্রহ বৃদ্ধি পাবে। পাশাপাশি তাকে এও বলুন, সে ছাড়া আপনার জীবনটা অসম্পূর্ণ থাকবে। দেখবেন এ কথা শোনার পরে আপনার দিকে তাকিয়ে তার মায়াবী মুখখানা থেকে একপলক হাসি বেরিয়ে আসবে। যা আপনার জীবনের অন্যতম প্রিয় মুহূর্তে পরিণত হবে।


ব্যাপারে তোমার মত: আপনি যদি নতুন কিছু করতে চান হোক চাকরি, গাড়ি কেনা, বাড়ি বা অ্যাপার্টমেন্ট বুকিং দেয়া কিংবা অফিসের কোন ঝামেলা এবং আপনার কোন সমস্যা নিয়ে তার সাথে খোলামেলো আলোচনা করুন। তার মতামত নিন।


হয়ত তার দেয়া মতামত গ্রহণযোগ্য নয় তারপরও তার মতামত নিলে আপনার প্রতি তার বিশ্বাস বাড়বে। কেননা সে মনে করবে কোন কিছু করার আগে আপনি তার সাথে আলোচনা করে নেন। আপনি যাই করবেন তার মতামত নিলে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। দেখবেন সেও আপনাকে আরো বেশি গুরুত্ব দিবে। এতে আপনার দাম্পত্য জীবন কিংবা সম্পর্ক জীবনে উপকারী হবেন।


তোমাকে পেয়ে বেশ ভাগ্যবান: আপনার প্রিয় মানুষটিকে বলে দেখুন তো- ‘তুমিই একমাত্র আমার জন্য। তোমাকে না পেলে হয়ত আমি একাই থাকতাম।’ দেখবেন এক অনন্য অনুভুতি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। কেননা একজন নারী সবসময়ই তার প্রিয় মানুষটির কাছে এ কথা শুনতে চায়। এটাও বলবেন- ‘তোমার পাশে থাকার কারণেই আমার জীবন সুন্দর।’ এটা যে শুধু তাকে খুশি করার তা কিন্তু নয় এটা আপনাদের জীবনের চলার পথে বেশ অবদান রাখবে।


আমি তোমাকে ভালোবাসি: হয়তো এ কথাটি আপনি তাকে আগে অনেকবার বলেছেন। কিন্তু এখন আর বলা হয় না বা আপনি মনে করতে পারেন এটা বলার কোন প্রয়োজন নেই। তবে বলা যাবে আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেননা আপনি যতবার তাকে ‘ভালোবাসি’ কথাটা বলবন ততই সে আপনার প্রতি আকৃষ্ট লেভেল এগুবে। এককথায় আপনার প্রতি তার আগ্রহ বাড়বে।


একজন নারী তার প্রিয় মানুষটির কাছ থেকে জাদুকরী কিছু কথা শোনার জন্য মুখিয়ে থাকে। তাই আপনি হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে বলুন ‘আমি তোমাকে ভালোবাসি’। দেখবেন সে একটু লজ্জামুখে আপনার দিকে তাকিয়ে থাকবে। তার এই আশর্যনিয়ে লজ্জা চাহনী আপনার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে যাবে।


তবে উপরোক্ত উল্লেখযোগ্য বিষয়গুলো প্রয়োগের জন্য প্রত্যেকটি পুরুষের বুঝতে হবে এই কথাগুলো এমনি এমনি বলে কোনো লাভ নেই। একথাগুলোর মত আপনার আচরণ বজায় থাকলেই দেখবেন আপনার জীবন সব সময় ভরপুর থাকবে আনন্দে আর রোমাঞ্চে।


(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসকে/ঘ.)